X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

হজ পালনরত অবস্থায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাবেরের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৮, ১৭:২১আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৭:৩৫

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাবের পবিত্র হজ পালনরত অবস্থায় মক্কা মোয়াজ্জেমায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাবের (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) আটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বাংলাদেশ সময় ভোর ৫টা ২০ মিনিটে মো. জাবের মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে গত ৬ আগস্ট স্ত্রী ও ছোট কন্যাকে সঙ্গে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে তিনি পবিত্র মক্কায় গিয়েছিলেন।

মো. জাবেরের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হাতিয়া পৌরসভাধীন চরকৈলাশ গ্রামে। ঢাকায় তিনি শংকর এলাকায় বসবাস করতেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। কর্মজীবনের শুরুতে মো. জাবের বাংলাদেশ শিশু একাডেমির উপ-পরিচালক হিসেবে কাজ শুরু করেন। পরে আইনজীবী হিসেবে প্রথমে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন।

বাংলাদেশ বার কাউন্সিল থেকে ১৫ সেপ্টেম্বর ২০০২ সালে তিনি সুপ্রিম কোর্টে আইন পেশা পরিচালনার অনুমতি পান এবং ৮ মার্চ ২০০৩ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং ২০১৮ সালের ৪ জানুয়ারি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদান করেন। তিনি দেওয়ানি মামলায় পারদর্শী ছিলেন। তার ছেলে যুক্তরাষ্ট্রে, মেয়েদের একজন লন্ডনে ও আরেকজন জার্মানিতে বসবাস করছেন।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে মো. জাবেরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

/বিআই/এপিএইচ/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
‘বাংলাদেশ দলে থেকে উন্নতি হয়েছে’
‘বাংলাদেশ দলে থেকে উন্নতি হয়েছে’
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে