X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউ-এ বিশেষায়িত হাসপাতাল হচ্ছে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৮

বিএসএমএমইউ-এ প্রধানমন্ত্রীর অত্যাধুনিক হাসপাতাল উপলক্ষে সংবাদ সম্মেলন করেন উপাচার্য কনক কান্তি বড়ুয়া

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)  এর ১ হাজার শয্যাবিশিষ্ট সুপার স্পেশালাইজড হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একইসঙ্গে তিনি সেন্টার অব এক্সিলেন্স প্রকল্পের স্থাপনাসমূহের উদ্বোধন করবেন।

আজ  মঙ্গলবার বিএসএমএমইউ এর ডা.মিল্টন হলে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন,২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করার পর এই বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্সে পরিণত করার উদ্যোগ গ্রহণ করেন। ২০১২ সালে বর্তমান হাসপাতালের উত্তর পাশের ৩.৮ একর (প্রায় ১২ বিঘা) জমির বন্দোবস্ত দেন। দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় এই ৩.৮ একর জমির ওপর নির্মিত হবে সুপার স্পেশালাইজড হাসপাতাল।

তিনি বলেন, ২০১৬ সালে ১৩৬৬ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।১৩ তলা হাসপাতালটিতে থাকবে ১ হাজার শয্যা।

তিনি বলেন, জনসাধারণ এখানে সাশ্রয়ীমূল্যে আন্তর্জাতিকমানের চিকিৎসাসেবা পাবেন। এই হাসপাতালে সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য ৮০ জন চিকিৎসক, ৩০ জন নার্স ও ১০ জন কর্মকর্তাকে কোরিয়ায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি এই সুপার স্পেশালাইজড হাসপাতালটির মাধ্যমে ‘বিদেশ নয়, দেশেই সর্বোচ্চ স্বাস্থ্যসেবার নিশ্চয়তা’ দেওয়া সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা) ডা. মো. শহীদুল্লাহ শিকদার, সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) ডা. মো. শরফুদ্দীন আহমেদ, উপ-উপাচার্য মোহাম্মদ মুনীরুজ্জামান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন, সেন্টার অব এক্সিলেন্স এ পরিণতকরণ প্রকল্প ২য় পর্যায় এর পরিচালক অধ্যাপক ডা.আবু নাসার রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে