X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

চাকরি খুঁজতে খুঁজতে বয়সসীমা পার, প্রতিবন্ধী কোটাও সহায় হয়নি সুমনের

সাদ্দিফ অভি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৫

চাকরি খুঁজতে খুঁজতে বয়সসীমা পার, প্রতিবন্ধী কোটাও সহায় হয়নি সুমনের লেখাপড়া শেষ করে ২০০৮ সালে সাধারণ প্রার্থী হিসেবে সরকারি চাকরির জন্য আবেদন শুরু করেন সুমন। তখন তার বয়স ছিল সাড়ে ২৭ বছর। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রণালয়, কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল বাংলাদেশ (সিএজিবিডি), প্রাথমিক শিক্ষা অধিদফতর পর্যন্ত চাকরির জন্য আবেদন করেছেন তিনি। প্রতিবারই লিখিত পরীক্ষায় টিকেছেন কিন্তু মৌখিক পরীক্ষায় ভাগ্য সহায় হয়নি তার। শেষ ভরসা ছিল প্রতিবন্ধী কোটা। ২০১৩ সালে প্রতিবন্ধী সনদ পেয়েছিলেন সুমন কিন্তু তাতেও কপালে চাকরি জোটেনি। চাকরির আশা করতে করতে বয়সসীমা শেষ তার। এখন একটি কম্পিউটার কম্পোজের দোকান চালান তিনি। এই মুহূর্তে সুমনের একমাত্র প্রয়োজন একটি চাকরি, যার জন্য তিনি অনুরোধ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।
সুমনের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকার যাত্রাবাড়ীতে বোনের বাসায় লেখাপড়া করে বড় হয়েছেন তিনি। ঢাকায় নিজের স্থাবর কিংবা অস্থাবর কিছুই নেই তার, যা আছে তার বোনের। ছোট একটি সংসার নিয়ে থাকেন যাত্রাবাড়ীর একটি ভাড়া বাড়িতে। ছোট একটি মেয়ে আছে তার। কম্পিউটার কম্পোজের আয় দিয়ে তার ছোট্ট সংসার ঠিকমতো চলে না। তাই এই মুহূর্তে তার একটি চাকরির খুব প্রয়োজন। কারণ তার দৈনিক সর্বোচ্চ আয় ৫০০ টাকা। মাস শেষে দোকান ভাড়া এবং বাড়ি ভাড়া দিয়ে হাতে থাকে প্রায় ৪ হাজার টাকা। এই টাকা দিয়ে তিন সদস্যের পরিবার চালানো খুব কষ্ট বলে জানান তিনি।
সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোটায় প্রথম ২০১৪ সালে প্রাথমিক শিক্ষা অধিদফতরে চাকরির আবেদন করি। কারণ তখন প্রথম সরকার প্রতিবন্ধী কোটায় বয়সসীমা বাড়িয়ে ৩২ করে। সেটাই আমার জন্য শেষ সুযোগ ছিল। ২০১৪ সালে আবেদন করি সেপ্টেম্বর মাসে, ২০১৮ সালে প্রজ্ঞাপন হয়। পুলিশ ভেরিফিকেশনের জন্য এসে আমাদেরটা আবেদন করে আটকে রাখে। এরপর চার বছর পর আমাদের পরীক্ষার বিজ্ঞপ্তি হয়। সেখানে লিখিত পরীক্ষা টিকলাম, পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময় সবকিছু ঠিকঠাক ছিল। ভাইবা বোর্ডের যেই প্যানেল ছিল তারাও খুব পজেটিভভাবে নিয়েছিল আমাকে। আমিও তাই আশায় ছিলাম এই ভেবে যে হয়ে যাবে চাকরিটা। কিন্তু মৌখিক পরীক্ষার ফলাফল যখন প্রকাশ করা হয় সেখানে আমার নাম বাদ যায়।’

সুমন আরও বলেন, ‘এছাড়া বাংলাদেশ ব্যাংকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, অনেক আগে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পরীক্ষা দিয়েছি , প্রত্যেকবার লিখিত পরীক্ষায় হলেও মৌখিক পরীক্ষায় আর হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পরীক্ষা প্রায় ৭ বছর আগে দিয়েছি। ২০০৮ সাল থেকে আবেদন করা শুরু করি যখন আমার বয়স ছিল প্রায় সাড়ে ২৭ বছর। এখনও তো বয়স শেষ! প্রতিটি জায়গায় ভাইবা বোর্ডে আমাকে জিজ্ঞেস করে পায়ে কী সমস্যা? এটা দিয়ে শুরু করে কিন্তু শেষে গিয়ে কোনও ফলাফল পাই না। ’
সুমন বলেন , ‘আমি প্রতিবন্ধী সনদ পাই ২০১৩ সালে, ২০১৪ সালে যখন প্রতিবন্ধী কোটায় ৩২ বছর বয়সসীমায় সুযোগ দেওয়া হয় তখন সর্বশেষ আবেদন করি প্রাথমিক শিক্ষা অধিদফতরে। এছাড়া তখন আরও আবেদন করি কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল বাংলাদেশ (সিএজিবিডি)। সেখানে আমার স্কোর ছিল ৭০ এর মধ্যে ৬২.৫০, তাতেও টিকিনি। ওখানেও প্রতিবন্ধী কোটায় নিয়োগের সুযোগ ছিল , কিন্তু নেয়নি তারা। এখন বয়স শেষ, ৩৫ বছর ৮ মাস চলে। সরকার যদি বয়সসীমা বাড়িয়ে ৩৫ করে তাতেও আমার কোনও লাভ নেই।’
ভাইবা বোর্ডে সুমনকে কী ধরনের প্রশ্ন করা হতো জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞেস করতো বাংলাদেশের যাত্রা দলের নাম!’
সুমনের সঙ্গে চাকরির আশায় ঘুরছেন রংপুরের সুমন মিয়া। তিনিও শারীরিক প্রতিবন্ধী। লাঠির ভর করে তার চলতে হয়। তার সঙ্গেও কথা হয় এই প্রতিবেদকের। তিনি সুদুর রংপুরের মিঠা পুকুর থেকে ঢাকায় এসেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি চাকরির নিয়োগ পরীক্ষা দিতে।
সুমন মিয়া বলেন, ‘আসলে ভাইবা কিছু না। যাদের চাকরি হবে তারা অলরেডি সিলেক্টেড! আমি প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা, গণপূর্ত, পরিসংখ্যান ব্যুরো, জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত পরীক্ষা দিয়েছি। কিন্তু পরীক্ষা দিয়েও তো কোনও লাভ হচ্ছে না। চার বছর ধরেই চেষ্টা করছি একটা চাকরির জন্য। কয়েকটি জায়গায় লিখিত পরীক্ষায় টিকলেও কয়েক জায়গায় হয়নি।’
ঢাকায় সুমন মিয়ার কোনও ঠিকানা নেই , প্রতিবার চাকরির জন্যই ঢাকায় আসেন। পরীক্ষা দিয়ে আবার রংপুর চলে যান। দুই সুমন একটি আশা নিয়ে একটি ব্যানার ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। ব্যানারে লেখা- ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একজন অসহায় প্রতিবন্ধীর আকুল আবেদন, ২০১৪ সালের প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী কোটায় চাকরি চাই।’

/এসও/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আকাশসীমার নিয়ম লঙ্ঘনের অভিযোগ এস্তোনিয়ার
রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আকাশসীমার নিয়ম লঙ্ঘনের অভিযোগ এস্তোনিয়ার
কেএনএফ দমন অভিযান: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি
কেএনএফ দমন অভিযান: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি
জিএসটির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩৩.৯৮ শতাংশ
জিএসটির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩৩.৯৮ শতাংশ
নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম