X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া রক্ত পরীক্ষা করাতে চাইলে আইজি প্রিজন রাজি: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪১


অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (ফাইল ছবি)
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, দণ্ডপ্রাপ্ত কাউকে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়ার সুযোগ নেই। খালেদা জিয়াকে চিকিৎসা নিতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েই (বিএসএমএমইউ) নিতে হবে। তবে তিনি (খালেদা জিয়া) বিশেষ কাউকে দিয়ে রক্ত পরীক্ষা করাতে চাইলে আইজি প্রিজন সে ব্যবস্থা নিতে রাজি আছেন।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য রিট আবেদন করেছেন তার আইনজীবীরা। তার আইনজীবীদের করা রিট প্রসঙ্গে সাংবাদিকরা অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান। এ বিষয়ে মাহবুবে আলম বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে রিট ছিল সেটা আদালত আমাদের ছুটির (আদালতের অবকাশ শেষে) পরে ১ অক্টোবর শুনানির  দিন ধার্য করেছেন। তবে ইতোমধ্যে খালেদা জিয়ার সর্বাত্মক চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাঁচজন চিকিৎসক তাকে দেখে এসেছেন, তারা টেস্ট করিয়েছেন। তবে তিনি বিশেষ কাউকে দিয়ে রক্ত পরীক্ষা করাতে চাইলেও সে বিষয়ে আইজি প্রিজন রাজি আছেন বলে আমাদের জানিয়েছেন। কিন্তু দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়ার সুযোগ নেই।
এসময় বিএসএমএমইউ এর চিকিৎসা সুবিধার বিষয়ে আলোকপাত করে তিনি বলেন,  ডাক্তাররা যেখান থেকে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) শিক্ষা নিয়ে   দেশের সব হাসপাতালে যান, প্রাইভেট হাসপাতালে বসেন, সেখানে সব ধরনের চিকিৎসা সুবিধাই রয়েছে। অথচ তারা এ নিয়ে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করছেন, ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার চেষ্টা করছে। এখন উনি (খালেদা জিয়া) ইচ্ছা পোষণ করলেই বিএসএমএমইউ’তে চিকিৎসা নিতে পারবেন।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি জেলা শহরে একটি রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না থাকলে সরকার বিকল্প ব্যবস্থা নিতে পারে। কিন্তু খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএসএমএমইউ’তে সব ধরনের চিকিৎসার সুবিধা আছে।’

দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করানোর বিষয় আইনে কী আছে তা জানতে চাইলে মাহবুবে আলম বলেন, ‘আমার বক্তব্য হলো, আইনে এমন কোনও বিধান নেই প্রাইভেট হাসপাতালে তার (খালেদা জিয়া) চিকিৎসা করাতে হবে।’
এদিকে কারাবন্দি শহীদুল আলমকে হাইকোর্টের দেওয়া ডিভিশনের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছে কেন জানতে চাইলে মাহবুবে আলম বলেন, ইতোমধ্যে তাকে ডিভিশন দিয়ে দিয়েছে। কিন্তু আপিলে আমরা যাচ্ছি অন্য প্রশ্নে, এভাবে হাইকোর্ট আদেশ দিতে পারে কিনা। কেননা, এতে একটি পথ উন্মুক্ত হয়ে যাবে। সকলেই এভাবে রিট করে ডিভিশন নিয়ে নেবে।

/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে