X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঋণের টাকার ভাগ পাচ্ছে বিদেশি বিশ্ববিদ্যালয়!

রশিদ আল রুহানী
১৪ অক্টোবর ২০১৮, ১৯:০০আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৯:৩৮





ঋণের টাকার ভাগ পাচ্ছে বিদেশি বিশ্ববিদ্যালয়!

নারী শিক্ষার উন্নয়ন, দক্ষ গ্রাজুয়েট তৈরি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আঞ্চলিক নেটওয়ার্ক স্থাপন করতে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ নামে একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। বিশ্বব্যাংকের ঋণের টাকায় দেশের সব বিশ্ববিদ্যালয়কে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে চট্টগ্রামে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান’কে এতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে ঋণদাতা বিশ্বব্যাংক। তাও আবার প্রকল্পের ২৫ ভাগ অর্থ দিতে বলেছে তারা। অবশ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বলছে, যেহেতু বিশ্ববিদ্যালয়টি দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান নয়, তাই তাদের পেছনে ঋণের টাকা খরচ করা যাবে না।

জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে ৯ বছর ধরে চলা ‘হায়ার এডুকেশন এনহেন্সমেন্ট প্রোজেক্ট (হেকেপ)’ আগামী বছরের মাঝামাঝিতে শেষ হয়ে যাচ্ছে। এই প্রকল্পের অর্জন ধরে রাখতে এবং নতুন নতুন কম্পোনেন্টের পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলারে আগামী পাঁচ বছরের জন্য ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্প চালু হচ্ছে। প্রকল্পটি আগামী বছরের মাঝামাঝি থেকে চালু হবে বলে জানা গেছে।
ইউজিসি সূত্র জানিয়েছে, মূলত এই প্রকল্পের উদ্দেশ্য নারী শিক্ষাকে আরও এগিয়ে নেওয়া। শিক্ষাস্তরে নারী ও পুরুষের সমতা বিধান করা। এছাড়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আঞ্চলিক নেটওয়ার্ক স্থাপন, গ্রাজুয়েটদের চাকরির বাজারে প্রবেশের ক্ষেত্রে টিচিং-লার্নিং, গবেষণা এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার মানোন্নয়ন করা। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ঢাবি অধিভুক্ত মহিলা কলেজ, যেমন- গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও ইডেন কলেজকেও এ প্রকল্পের আওতায় আনা হবে। এছাড়া হলিক্রস ও বদরুন্নেসা কলেজকেও এর আওতায় আনার পরিকল্পনা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউজিসি’র ঊর্ধ্বতন এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হওয়ায় সেটিকে প্রকল্পের আওতায় নিতে ইউজিসি রাজি নয়। এটি দেশি কোনও বিশ্ববিদ্যালয় নয়, এটি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এটি দেশের কোনও আইন দ্বারা পরিচালিত হয় না। চ্যান্সেলর ও উপাচার্যসহ অন্যান্য কর্মকর্তাও বাংলাদেশি নন, এমনকি তাদের নিয়োগও রাষ্ট্রপতির মাধ্যমে হয়নি। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের কোনও সম্পর্ক নেই। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসি’র কোনও কার্যক্রম নেই। ফলে ঋণ নিয়ে বিদেশি কোনও বিশ্ববিদ্যালয়কে দেওয়ার কোনও সুযোগ নেই।’
তিনি বলেন, ‘বিশ্বব্যাংক প্রস্তাব করেছে ২৫ শতাংশ অর্থ ওই বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। কিন্তু ২৫ শতাংশ অর্থ তো বিশাল অ্যামাউন্ট। একটি বিশ্ববিদ্যালয়কেই যদি ২৫ শতাংশ অর্থ দেওয়া হয় তাহলে এই প্রকল্পের মূল লক্ষ্য পূরণ করা সম্ভব হবে না। দেশের প্রায় দেড়শ’ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৮ লাখ শিক্ষার্থী ও শিক্ষক বঞ্চিত হবেন।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘তবে ইউজিসি তো আসলে কোনও সিদ্ধান্ত দিতে পারে না। প্রকল্পটি কীভাবে পরিচালিত হবে তা নিয়ে পর্যালোচনা চলছে। এটার একটি সুপারিশ মন্ত্রণালয়কে পাঠানো হবে। মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। মন্ত্রণালয় যদি বলে, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানকে প্রকল্পের আওতায় নিতে হবে, তাহলে ইউজিসি’র কিছু করার থাকবে না।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ইউসুফ আলী মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, “হেকেপ প্রকল্প শেষের পথে। হেকেপের অর্জনগুলো ধরে রাখতে, নারী শিক্ষার উন্নয়ন, দক্ষ গ্রাজুয়েট তৈরি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা সুনিশ্চিত করতে নতুন প্রকল্প ‘হিট’ হাতে নেওয়া হচ্ছে।”
এ প্রকল্পের আওতায় বিদেশি বিশ্ববিদ্যালয়কে আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্বব্যাংক এই বিশ্ববিদ্যালয়কে প্রকল্পের আওতায় নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। সেটা নিয়েই আলোচনা হচ্ছে। এখনও অনেক আলোচনা বাকি।’
হিট প্রকল্পের আওতায় এই বিশ্ববিদ্যালয়কে না নিলে কোনও ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রকল্পটি চূড়ান্ত হয়নি। এখনই এ বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। ইউজিসি একটি সুপারিশ জানাবে মন্ত্রণালয়কে। বাকি সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে।’
এই প্রকল্পের আওতায় কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানকে আনা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘হেকেপের প্রকল্পের অর্থ কম থাকায় সব বিশ্ববিদ্যালয়কে এখানে যুক্ত করা সম্ভব হয়নি। তবে এবার দেশের পাবলিক ও প্রাইভেট—সব বিশ্ববিদ্যালয়কেই যুক্ত করার চেষ্টা করা হবে। তবে কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে যারা গবেষণা করে না। ফলে যারা গবেষণার কালচার তৈরি করেনি তাদের এই প্রকল্পে নেওয়ার ব্যাপারে যাচাই-বাছাই করা হবে।’
ইউজিসি’র অন্য এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ রয়েছে, মালিকানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে, উচ্চ আদালতে মামলা চলছে, তাদের প্রকল্পের আওতায় আনা হবে না। বরং যেসব বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে গেছে, আইন মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, তাদের এই প্রকল্পের আওতায় আনার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।’
প্রকল্পটি কীভাবে পরিচালিত হবে তার কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা গ্রহণের জন্য গত ২২ সেপ্টেম্বর ইউজিসি’র অডিটোরিয়ামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা ও কর্মশালার আয়োজন করা হয়। ওই সভাতেও বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা এই প্রকল্পে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানকে যুক্ত করার প্রস্তাবের সমালোচনা করেন। ঋণের অর্থ বিদেশি শিক্ষার্থীদের মানোন্নয়নে ব্যয় করা ঠিক হবে না বলে জানান তারা। এছাড়া শুধু নারী নয়, ছেলেদেরও এই প্রকল্পের আওতায় আনার প্রস্তাব করেন উপস্থিত বক্তারা।
জানতে চাইলে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রকল্পটি এখনও চূড়ান্ত হয়নি। এখনও আলোচনার টেবিলে রয়েছে। এটা নিয়ে আরও আলোচনা-পর্যালোচনার প্রয়োজন রয়েছে। পাঁচ বছর মেয়াদি প্রস্তাবিত হিট প্রকল্পের ডিজাইন ২০১৯ সালের জুন মাসের মধ্যে চূড়ান্ত হবে বলে আশা করা যাচ্ছে। এরপর আগামী বছর সেপ্টেম্বর থেকে প্রকল্পটি চালু করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি চালু হলে উচ্চশিক্ষা স্তরে প্রায় ৩৮ লাখ শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক ব্যাপকভাবে উপকৃত হবেন।’
তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বিশ্বব্যাংকের বক্তব্য পাওয়া যায়নি।

/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড