X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

জামায়াতের বিচার দ্রুত শেষ করার দাবি তদন্ত সংস্থার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৯, ১৬:৫৭আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৭:০২

সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক মো. আব্দুল হান্নান খান

সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছে মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

মঙ্গলবার (১ জানুয়ারি) তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংস্থাটির প্রধান সমন্বয়ক মো. আব্দুল হান্নান খান এ দাবি জানান।

আব্দুল হান্নান খান বলেন, ‘২০১৪ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দাখিল করেছি। এরপর ওই প্রতিবেদনের ওপর কোনও চার্জ ফ্রেম হয়নি, কিংবা আমাদের কাছে সেই প্রতিবেদন ফেরতও পাঠানো হয়নি। তাই চার বছর হয়ে যাওয়ায় আমরা ওই তদন্ত প্রতিবেদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করছি।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে। এছাড়া, বিভিন্ন বিচারিক রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অপরাধী সংগঠন হিসেবে উল্লেখ করে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জামায়াতের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপনও জারি করেছে নির্বাচন কমিশন।’

এছাড়া, মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে রায় হওয়ার পর যে মামলাগুলো আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, সেগুলোও দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

প্রসঙ্গত, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালে সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপর একই বছরের ২৫ মার্চ তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দাখিল করা হয়। ওই তদন্ত প্রতিবেদনে সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের  সাত ধরনের অভিযোগ তুলে ধরা হয়। সেই সঙ্গে জামায়াতকে নিষিদ্ধ করার সুপারিশ করা হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত থেকে সাজা শেষে দেশে ফিরলেন ৮ নারী
ভারত থেকে সাজা শেষে দেশে ফিরলেন ৮ নারী
টিআইবির ‘হলফনামা বিশ্লেষণ’ নিয়ে প্রশ্ন আ.লীগ নেতাদের
উপজেলা নির্বাচনটিআইবির ‘হলফনামা বিশ্লেষণ’ নিয়ে প্রশ্ন আ.লীগ নেতাদের
রাইসির মৃত্যুতে লাভ কার?
রাইসির মৃত্যুতে লাভ কার?
বিদেশে অর্থপাচার রোধে প্রশিক্ষণের বিকল্প নেই: সিআইডি
বিদেশে অর্থপাচার রোধে প্রশিক্ষণের বিকল্প নেই: সিআইডি
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া