X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

৫ পথিকৃৎ সাংবাদিকের নামে প্রেসক্লাবের হল ও লাইব্রেরির নামকরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ২২:৪৯আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২৩:১০

দেশের পাঁচজন পথিকৃৎ সাংবাদিকের নামে জাতীয় প্রেসক্লাবের চারটি হল ও পাঠাগারের নামকরণ অনুষ্ঠানে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় দেশের পাঁচজন পথিকৃৎ সাংবাদিকের নামে জাতীয় প্রেসক্লাবের চারটি হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ জানুয়ারি) ক্লাবের বিদায়ী সভাপতি ও সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এসব হল ও পাঠাগারের নামফলক উন্মোচন করেন।

যাদের নামে জাতীয় প্রেসক্লাবের হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে তারা হলেন– মরহুম মওলানা মোহাম্মদ আকরম খাঁ, জহুর হোসেন চৌধুরী, আবদুস সালাম, তফাজ্জল হোসেন মানিক মিয়া ও কবি শামসুর রাহমান।

এ প্রসঙ্গে ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আজ  ক্লাবের চারটি হল ও লাইব্রেরির নামকরণ করে ফলক দিয়ে দিয়েছি। এসব গুণী ব্যক্তির স্মরণে এ নামকরণ করা হয়েছে।’

পরে ক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির যৌথ সভায় নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ‘যাদের নামে হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে, তারা ছিলেন আমাদের সাংবাদিক সমাজের গৌরব। এখন থেকে প্রতিদিনই এসব হলে অনুষ্ঠিত অনুষ্ঠান সংক্রান্ত সংবাদে তাদের তাদের নাম প্রকাশ হবে। এই নামকরণের মাধ্যমে আমরা প্রতিদিন এই পথিকৃৎ সাংবাদিকদের স্মরণ করতে চাই।’

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমান বলেন, ‘আমি জাতীয় সংসদে আমার নির্বাচনি এলাকার জনগণের পাশাপাশি সাংবাদিক সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো।’

নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম বলেন, ‘প্রেসক্লাব আমাদের সেকেন্ড হোম। সবাই মিলে একে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে, এর মর্যাদা আরও বাড়াতে হবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন– সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, হারুন হাবীব, শাহজাহান সরদার, মনজুরুল আহসান বুলবুল, আজিজুল ইসলাম ভূঁইয়া, মোল্লা জালাল, শাবান মাহমুদ, আবু জাফর সূর্য, সোহেল হায়দার চৌধুরী, জাহিদুজ্জামান ফারুক, ওমর ফারুক, শাহজাহান মিয়া, জাকারিয়া কাজল প্রমুখ।

 

/এসএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা