X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সহাবস্থান নিশ্চিত না হলে ডাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: ছাত্রদল

ঢাবি প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৯, ১৮:৩৫আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৮:৩৮

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাবি ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে ছাত্রদল সন্তুষ্ট নয়। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে ক্যাম্পাসে সহাবস্থানের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আল মেহেদী তালুকদার বলেছেন, ‘ডাকসুর গঠনতন্ত্রে যতগুলো বিষয় রয়েছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো। আমরা আজকের সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি উপস্থাপন করেছি।’ বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ‘বর্তমান পরিবেশ নিয়ে সন্তুষ্ট হওয়ার কিছু দেখি না। ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে হবে। তা না হলে সকলের অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব নয়। ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অলঙ্কার। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অতীত গৌরব পুনরায় ফিরে আসুক এজন্য আমরা সব সময় প্রস্তুত।’
ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন করে যুগোপযোগী করার বিষয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতবিনিময় সভা শেষে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স হলে এ সভা শুরু হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি উম্মে হাবিবা বেনজির মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বলেন, ‘ডাকসুর প্রেসিডেন্ট (উপাচার্য) চাইলে যেকোনও মুহূর্তে যে কাউকে বাদ দিতে পারেন। যেকোনও বিষয়ে তিনি স্বেচ্ছাচারিতা মনোভাব পোষণ করতে পারেন। এতে ক্ষমতার ভারসাম্য থাকে না। এজন্য আমাদের প্রস্তাবনা ছিল, ডাকসুর প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য আনা। এছাড়া ডাকসুর গঠনতন্ত্রেও দেওয়া ছিল, কার্যনির্বাহী কমিটি এক বছরে একটা মিটিং করতে বাধ্য। মতবিনিময় সভায় আমরা এক বছরে তিনটি মিটিং করার প্রস্তাব করেছি। এছাড়া ডাকসুতে নতুন সম্পাদক পদ সৃষ্টি এবং নারী নেতৃত্বের সুযোগ রাখার কথা বলেছি। প্রার্থিতার বিষয়ে আমরা বলেছি, এখানে এমফিলের ছাত্ররা যেন প্রার্থী হতে পারেন। এবার যেহেতু দীর্ঘ ২৮ বছর পরে নির্বাচন হওয়ার ইঙ্গিত পাচ্ছি সে কারণে যেন একটি নির্দিষ্ট সেশন নির্ধারণ করে দেওয়া হয়।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন,‘আমরা বৈঠকে আমাদের প্রস্তাবনাগুলো তুলে ধরেছি। আমরা চাই সব সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করুক।’ ক্যাম্পাসে সহাবস্থানের বিষয়ে তিনি বলেন, ‘ক্যাম্পাসে সহাবস্থান আছে। যারা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী তারা ক্যাম্পাসে আসছেন, ক্লাস করছেন, আড্ডা দিচ্ছেন। সাধারণ শিক্ষার্থীরা যদি তাদের মতাদর্শ গ্রহণ করে নেয় তাহলে তারা ক্যাম্পাসে আসতে পারবে, কেউ তো তাদের বাধা দিচ্ছে না।’
মতবিনিময় সভা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ডাকসু নির্বাচনের জন্য আমরা সুপরিকল্পিত রূপে এবং ধাপে-ধাপে প্রস্তুতি নিচ্ছি। ডাকসুর গঠনতন্ত্র মেনে সব কাজ শেষ করা হবে। তবে গঠনতন্ত্রের বিষয়ে ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা শেষে গঠিত কমিটি একটি প্রতিবেদন দেবে। সে অনুসারে পরবর্তী ধাপগুলো করা হবে। আগামী ৩১ মার্চের মধ্যেই নির্বাচন দেওয়ার প্রয়াস আমরা নিয়েছি। আমাদের প্রত্যাশিত সময়ের মধ্যে যাতে কাজ শেষ করতে পারি সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’
এর আগে গত ৭ জানুয়ারি, ডাকসুর গঠনতন্ত্রে সংশোধনীর বিষয়ে মতামত চেয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হলেন ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট ও আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, কবি জসীমউদ্দীন হলের প্রভোস্ট অধ্যাপক রহমত উল্লাহ, শামসুন্নাহার হলের প্রভোস্ট অধ্যাপক সুপ্রিয়া সাহা ও রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিনাত হুদা। এতে আমন্ত্রিত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা অংশ নেন। ছাত্রলীগ ও ছাত্রদল ছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) ও প্রগতিশীল ছাত্রজোটের অন্তর্ভুক্ত বাম সংগঠনের মধ্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতারা সভায় অংশ নেন।

/এসআইআর/ওআর/
সম্পর্কিত
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা