X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

‘কারাগারের রোজনামচা’র জন্য ২০ শতাংশ রয়্যালটি দেওয়া হয়েছে: ড. শামসুজ্জামান খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২২

ড. শামসুজ্জামান খান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘কারাগারের রোজনামচা’ আত্মজীবনী গ্রন্থটির জন্য রয়্যালটি বাবদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ৮৮ লাখ টাকা তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড. শামসুজ্জামান খান। তিনি বলেন, ‘বাংলা একাডেমিতে আমরা সবসময় রয়্যালটি দেই। সাধারণভাবে ১৫ শতাংশ রয়্যালটি দেওয়া হয়। পুনর্মুদ্রণের ক্ষেত্রে সেটা সাড়ে ১০ শতাংশ। আর বঙ্গবন্ধুর আত্মজীবনী ‘কারাগারের রোজনামচা’র ক্ষেত্রে ২০ শতাংশ রয়্যালটির কম হলে বইটি দেবেন না বলেছিলেন প্রধানমন্ত্রী। আমরা রাজি হয়েছি। আমাদের ওই বই ৭৫ হাজার কপি বিক্রি হয়ে গেছে এবং আমি বাংলা একাডেমি থেকে বিদায় নেওয়ার আগে প্রধানমন্ত্রীর হাতে রয়্যালিটির ৮৮ লাখ টাকা দিয়ে এসেছি। সব মিলিয়ে বোধহয় ১ কোটি ৩০ লাখ টাকা রয়্যালটি হয়েছিল।’

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর পান্থপথে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন স্টুডিওতে আয়োজিত ‘রয়্যালটি: লেখক-প্রকাশক মুখোমুখি’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেছেন ড. শামসুজ্জামান খান।

রয়্যালিটির ব্যাপারে প্রকাশকদের অবস্থানের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘রয়্যালটির বিষয়ে আলোচনা বাংলা একেডেমিতেও হয়। কিন্তু প্রকাশকরা তখন বলেন- ‘বাংলা একাডেমি এটা নির্ধারণ করে দেবে কেন? এটা তো লেখকের সঙ্গে প্রকাশকের একটা চুক্তি হবে। সুতরাং আমরা দুই পক্ষই নিজেদের সুবিধা অনুযায়ী বিষয়টি ঠিক করবো।’’’

টাকা দিয়ে বই ছাপানোর ব্যাপারে ড. শামসুজ্জামান খান বলেন, ‘এখন আরেকটা সমস্যা আমরা দেখছি। যারা দেশের বাইরে থাকেন, তারা অনেকেই প্রকাশকদের টাকা সাধেন এবং বই ছাপতে বলেন। এভাবেও কিন্তু অনেকে বই ছাপেন।’

প্রকাশনা শিল্পের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি মনে করি প্রত্যেক প্রকাশকেরই বই নির্বাচনের জন্য একজন সম্পাদক রাখা উচিত। তিনি একটি পাণ্ডুলিপি পেলে সেটা হয়তো একমাস বা তার চেয়ে কিছু বেশি সময় নিয়ে দেখবেন, বইটির উপযোগিতা, বাজার সম্ভাবনা, সব দেখে সিদ্ধান্ত নেবেন, সেই জিনিসটা এখনও হচ্ছে না। প্রত্যেক প্রকাশকের সম্পাদক থাকা দরকার। না থাকার ফলে যেটা হচ্ছে, বড় প্রকাশকের বইতেও অনেক ভুল থাকে। বানান ভুল তো থাকে, বাক্যেও সমস্যা থাকে।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এর সহযোগী অধ্যাপক ও কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) পরিচালক মাহরুখ মহিউদ্দিন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির অতিরিক্ত নির্বাহী পরিচালক ও ভাষাচিত্রের স্বত্বাধিকারী খন্দকার মনিরুল ইসলাম, লেখক ও সাংবাদিক মাহবুব মোর্শেদ, লেখক ও বাংলা ট্রিবিউনের গবেষণা বিভাগের প্রধান শেরিফ আল সায়ার।

আরও খবর: ‘রয়্যালটি: লেখক-প্রকাশক মুখোমুখি’ শীর্ষক বৈঠকি চলছে

 

 

/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতে সমাধান হয়নি, যমুনার সামনে বিক্ষোভ অব্যাহত
রাতে সমাধান হয়নি, যমুনার সামনে বিক্ষোভ অব্যাহত
ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল সরে গেলো আমিরাতে
ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল সরে গেলো আমিরাতে
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৫)
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ