X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এবার পিডিবি’র সিবিএ সভাপতির দখলে থাকা পাজেরো উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৬

সিবিএ সভাপতির দখলে থাকা পাজেরো জিপ উদ্ধার

এবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিবিএ সভাপতির অবৈধ দখলে থাকা একটি সাদা পাজেরো গাড়ি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) পিডিবি কর্তৃপক্ষ গাড়িটি উদ্ধার করে। পরে দুর্নীতি দমন কমিশন-দুদকের কর্মকর্তাদের গাড়িটি দেখান তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯ সাল থেকে এই পাজেরো গাড়িটি পিডিবি’র  সিবিএ সভাপতি ও সংস্থার সাবেক সহকারী হিসাবরক্ষক জহিরুল ইসলাম চৌধুরীর দখলে ছিল। এর আগে সোমবার (১১ ফেব্রুয়ারি) পিডিবি’র অবসরপ্রাপ্ত তৃতীয় শ্রেণির কর্মচারী ও সিবিএ’র সাধারণ সম্পাদক আলাউদ্দীন মিয়ার দখলে থাকা আরেকটি পাজেরো গাড়ি উদ্ধার হয়।

দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে পিডিবি’র কর্মকর্তারা মঙ্গলবার দুপুরে সাদা রঙের পাজেরো জিপটি (সিলেট-ঘ-০২-০০৩৩) সেগুন বাগিচায় দুদক প্রধান কার্যালয়ের সামনে নিয়ে যান।

এসময় দুদক মহাপরিচালক গাড়িটি দেখেন। পরে তিনি জানান, গাড়িতে   ফ্ল্যাগ স্ট্যান্ড ব্যবহার করা হচ্ছিল। চালকের দেওয়া তথ্যে জানা যায়, ২০০৯ সাল থেকে সিবিএ সভাপতি ও সাবেক সহকারী হিসাবরক্ষক জহিরুল ইসলাম চৌধুরী গাড়িটি ব্যবহার করে আসছিলেন। দৈনিক ১৫ লিটার জ্বালানি তেল হিসাবে মাসিক ২৯ হাজার ২৫০ টাকা গাড়িটির পেছনে খরচ হচ্ছিল। গত ১০ বছরে জ্বালানি বাবদ গাড়িতে খরচ হয়েছে ৩৫ লাখ ১০ হাজার টাকা।

গাড়িচালকের বেতন ও ওভারটাইম বাবদ প্রায় ৪০ লাখ টাকা এবং মেরামত ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে ১০ বছরে প্রায় এক কোটি টাকা গাড়িটির জন্য ব্যয় হয়েছে।

দুদক এনফোর্সমেন্ট  ইউনিটের প্রধান ও  মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘এ ঘটনায় সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। আইনে এটি গুরুতর অপরাধ। দুদক এবিষয়ে অনুসন্ধান করে ব্যবস্থা নেবে।’

আরও পড়ুন: অবসরে গিয়েও সরকারি গাড়ি হাঁকান সিবিএ নেতা

/ডিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড