X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

অতিরিক্ত শ্রেণি শিক্ষকদের অনশন কর্মসূচি স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৮

অতিরিক্ত শ্রেণি শিক্ষকদের সংবাদ সম্মেলন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলের আশ্বাসে অনশন কর্মসূচি স্থগিত করেছেন চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলনরত অতিরিক্ত শ্রেণিশিক্ষকরা (এসিটি)। তবে দাবি পূরণ না হলে মার্চ থেকে কঠোর কর্মসূচিতে যাবেন বলে ঘোষণা দিয়েছেন তারা। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় অনশনরত শিক্ষকরা সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

শিক্ষকরা জানান, দেশের দুর্গম এলাকায় মাধ্যমিকের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের ইংরেজি, গণিত ও বিজ্ঞান ভীতি দূর করতে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড একসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ)-এর আওতায় ২১০০ প্রতিষ্ঠানে ৫২০০ অতিরিক্ত শ্রেণিশিক্ষক (এসিটি) নিয়োগ করে সরকার।

২০০৮ সালে চালু হওয়া প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে নিয়োগ দেওয়া হয় ২০১৫ সালে। ২০১৭ সালে প্রকল্পটির মেয়াদ শেষ হলে শর্ত অনুযায়ী চাকরির ধারাবাহিকতা রক্ষা না করায় এসব শিক্ষক প্রতারণার শিকার হন বলে অভিযোগ ওঠে। পরে তাদের চাকরির ধারাবাহিকতা রক্ষার আশ্বাস দেওয়া হয়। তবে ১৪ মাস ধরে তারা বেতন পাননি।

এসব কারণে চাকরি স্থায়ী করার দাবিতে ৩ ফেব্রুয়ারিতে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। গত ৫ ও ৬ ফেব্রুয়ারি প্রতীকী অনশন করেন তারা। এতেও সরকারের পক্ষে কোনও আশ্বাস না পেয়ে গত ৭ ফেব্রুয়ারি অনশন কর্মসূচি শুরু করেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশনের নেতারা শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলের সঙ্গে সাক্ষাৎ করলে উপমন্ত্রী তাদের চাকরির ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি দেন। এরপর তারা আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত শ্রেণিশিক্ষকদের সংগঠন বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সাদাতুল মুঈদ ব্রিফ করেন। এ সময় সংগঠনের সভাপতি কৌশিক চন্দ্র বর্মন, সহ-সভাপতি রফিকুল ইসলাম রাফিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

/এইচএন/এসএমএ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো