X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আমিরাতে বাংলাদেশি স্কুলে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইউএই প্রতিনিধি :
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১৩

সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) একটি বাংলাদেশি স্কুলে সাধ্যমত সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) আবুধাবির সেন্ট রেজিস হোটেলে আয়োজিত বাংলাদেশ দূতাবাসের সংবর্ধনা অনুষ্ঠানে এই আশ্বাস দেন তিনি। ওই অনুষ্ঠানে আরব আমিরাতের রাস আল খাইমা শহরে অবস্থিত বাংলাদেশ ইসলামিয়া স্কুলের ভবন সমস্যার কথা প্রধানমন্ত্রীকে জানানো হয়। জবাবে প্রধানমন্ত্রী বলেন ‘দেশে এবং দেশের বাইরে যেখানেই অর্থাভাবে যেসব স্কুলের কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হয়, সেখানেই বাংলাদেশ সরকার সহযোগিতা করে আসছে। সরকারের পক্ষ থেকে স্কুলটি বাঁচাতে সাধ্যমত সহযোগিতা করা হবে।’ 

প্রতিবছর আমিরাতের অনেক প্রবাসীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপিদের) হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এসব সিআইপিদের বাংলাদেশ ইসলামিয়া স্কুলের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এছাড়া  বিদেশে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠায়ও এগিয়ে আসুন। এতে করে ছেলে-মেয়েরা পড়ালেখা করে সুশিক্ষিত হতে পারবে’।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের যথাযথ সেবা প্রদান ও বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে দূতাবাস কর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দূতাবাস কর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রতি তিন মাস পর পর বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে গিয়ে শ্রমিকদের দেখে আসবেন। তাদের খোঁজ খবর নিয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করবেন।’

রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ এমপি,  জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিবুল হক খোন্দকার এবং সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার ইসলাম বাবুল।

/জেজে/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
সর্বশেষ খবর
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড