X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালুর দাবি ডাকসু ভিপি’র

ঢাবি প্রতিনিধি
২২ মার্চ ২০১৯, ১৭:১৭আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৭:২৩

নুরুল হক নুর দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালুর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। শুক্রবার (২২ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

নুর বলেন, ‘গত ১১ মার্চ যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা ঘিরে সারা বাংলাদেশের মানুষের মধ্যে প্রত্যাশা ছিল। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যাশিত সে নির্বাচন উপহার দিতে পারেনি। আমরা হতাশার সঙ্গে লক্ষ্য করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা একটি কথা বলতে চাই যে, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে বাংলাদেশও প্রশ্নবিদ্ধ হবে।’

শিক্ষার্থীদের চাওয়াকে প্রাধান্য দিয়েই দায়িত্ব নিচ্ছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। আমরাও তাদের দাবির প্রতি একাত্মতা পোষণ করি। আগামীকাল যে অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে, সেখানে আমরা শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়েই অংশ নেবো ও দায়িত্ব গ্রহণ করবো। একইসঙ্গে ডাকসুর পুনর্নির্বাচনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সমস্যা সমাধানে কাজ করবো।’

দীর্ঘ ২৮ বছর ধরে ডাকসু নির্বাচন হয়নি উল্লেখ করে ডাকসুর ভিপি বলেন, ‘ডাকসুর পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়েও নির্বাচন হয়নি। যার ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাভিত্তিক সুষ্ঠুধারার ছাত্ররাজনীতির পরিবর্তে অস্ত্র ও পেশিশক্তি নির্ভর রাজনীতির বিকাশ ঘটেছে। যার ফলে শিক্ষাঙ্গনে আধিপত্যকে কেন্দ্র করে মারামারি, গোলাগুলি বা হত্যার মতো ঘটনাও ঘটেছে। সে জায়গা থেকে দ্রুত সব বিশ্ববিদ্যালয় এবং কলেজে ছাত্র সংসদ নির্বাচন চালু করার মাধ্যমে সুষ্ঠুধারার মেধাভিত্তিক ছাত্র রাজনীতির চর্চা শুরু করার দাবি জানাচ্ছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবনির্বাচিত ডাকসু ভিপি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী নিজ মেধার জোরে ভর্তি হন। কিন্তু সে মেধারভিত্তিতে হলে সিট পায় না। মেধা এবং অর্থনৈতিক সংকটের ভিত্তিতে সিট বন্টন করার জোর দাবি জানাই। রাজনৈতিক বিবেচনায় কোনও শিক্ষার্থীকে সিট দেওয়া যাবে না। জোর করে কোনও সংগঠন শিক্ষার্থীদের মিছিল-মিটিংয়ে নিতে পারবে না।’

বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলের প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করে নুর বলেন, ‘নির্বাচনের দিন আমরা ভোটকেন্দ্রে গেলে তিনি আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। তার নির্দেশে আমাদের নামে মামলা করা হয়েছে। হলের ছাত্রীদের তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। ফলে একজন শিক্ষকের নৈতিক স্থান তিনি হারিয়েছেন। আমি তার পদত্যাগ দাবি করছি।’

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, পরিষদের যুগ্ম-আহ্বায়ক এবং একই প্যানেল থেকে ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী রাশেদ খান, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী ফারুক হোসেন প্রমুখ।

 

/এসআইআর/টিটি/
সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
তৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ