X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হিজবুত তাহরীরের দুই সদস্যের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৯, ১৭:০৪আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৭:০৮

হিজবুত তাহরীরের দুই সদস্যের কারাদণ্ড রাজধানীর উত্তরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাইদুর রহমান ও তৌহিদুল আলম নামে হিজবুত তাহরীর দুই সদস্যকে দু'বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাভোগের আদেশ দেওয়া হয়।
রবিবার (২৪ মার্চ) দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। সংশিষ্ট্র আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেওয়া হয়েছে। তারা হলো, হিজবুল তাহরীরের প্রধান সমন্বয়ক অধ্যাপক মহিউদ্দিন, যুগ্ম সমন্বয়ক কাজী মোরশেদুল হক প্লাবন, তানভীর আহম্মেদ ও আবু ইউসুফ আলী।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১০ সালের ১৮ এপ্রিল উত্তরার ৩ নম্বর সেক্টরে তাকওয়া মসজিদের পশ্চিম পাশে হিজবুত তাহরীর বাংলাদেশের কিছু সদস্য জড়ো হয়। তারা সরকারবিরোধী ষড়যন্ত্র এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থানে হামলা করে জনজীবনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করে। গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে সরকারবিরোধী লিফলেট ও পেট্রল বোমা উদ্ধার করা হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে উত্তরা থানা পুলিশ। পরে ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ হিজবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন এবং দুজনকে অব্যাহতির সুপারিশ করেন অভিযোগপত্রে।
এরপর গত ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত কামরুল হোসেন মোল্লা ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে বিচারক দুই আসামি হোসেন মিয়া ও ফরিদ মন্ডলকে মামলা থেকে অব্যাহতি দেন। মামলায় সাতজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল।

/টিএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?