X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

এটিএম বুথে ওষুধের বাক্স দেখে বোমাতঙ্ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৯, ১৩:৪১আপডেট : ০১ মে ২০১৯, ১৩:৪৯

এটিএম বুথে ওষুধের বাক্স দেখে বোমাতঙ্ক রাজধানীর উওরা রাজউক কলেজের পেছনে ডাচ বাংলা ব্যাংকের একটি বুথের ভেতর ওষুধের বাক্সে টাইম বোম আছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে।  পরে মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে ডিবির বোম্ব ডিসপোজাল ইউনিট বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে। তবে সেখানে বিস্ফোরক জাতীয় কিছুই পাওয়া যায়নি।

উত্তরা বিভাগের উপ-কমিশনার ডিসি নাবিদ কামাল শৈবাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুথের ভেতরে একটি ওষুধের বক্সের ওপর ঘড়ির মতো টাইমার লাগানো ছিল। টাইমার দেখে বোমা সদৃশ্য বস্তু মনে হলেও বক্সটি খুলে সেখানে কিছু ওষুধ পাওয়া গেছে।’ জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য কেউ বা কোনও মহল এমন কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১ মে) সকালে উত্তরা ৬ নম্বর সেক্টরের ২ নম্বর ভবনের (রাজউক কলেজের পেছনে) নিচে ডাচ বাংলা ব্যাংকের বুথের সিকিউরিটি গার্ড মো. মিজান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার রাতে আমি এই বুথের নিরাপত্তার দায়িত্বে ছিলাম। অনেকেই টাকা তুলতে বুথে আসেন। রাত সাড়ে ১০ টার সময় আমি বুথের ভেতরে গিয়ে দেখি কোণায় একটি বাক্স। আমি মনে করি কেউ ভুলে রেখে গেছে। রাত ১১টা পর্যন্ত অপেক্ষা করি কেউ নিতে আসে কিনা দেখতে। পরে আমি দেখি বাক্সের ওপরে ঘড়ির মতো একটি মেশিন লাগানো। কাটা কিছুক্ষণ পর পর নিচে নেমে আসে।  আমি আতঙ্কিত হয় পুলিশকে জানাই। তারা এসে বিষয়টি দেখে পরে সেটি উদ্ধার করে বাইরে নিয়ে গেলে বাক্সটি খুলে তার ভেতরে ইনজেকশন ওষুধ, সুতা ও ব্যান্ডেজ পায়।’

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আতঙ্ক ছড়াতে কেউ এমন কাজ করেছে। সেটি আসলে ফেক ছিল। কোনও বোমা ছিল না। আমরা তদন্ত করছি। কে এই বাক্সটি এখানে রেখে গিয়েছিল তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

 

 

/এসজেএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ
রাঙ্গুনিয়ার আইয়ুব বাহিনীর প্রধানসহ ২ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ার আইয়ুব বাহিনীর প্রধানসহ ২ জন গ্রেফতার
‘নির্বাচনের আগে আ.লীগের নিষেধাজ্ঞা উঠবে কিনা, সেটা সরকারের পলিসির বিষয়’
‘নির্বাচনের আগে আ.লীগের নিষেধাজ্ঞা উঠবে কিনা, সেটা সরকারের পলিসির বিষয়’
মুরাদনগরে তিন জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২
মুরাদনগরে তিন জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম