X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কবি নজরুল কলেজে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৯, ২০:৪৬আপডেট : ০৫ মে ২০১৯, ২০:৫৯





কবি নজরুল কলেজে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৫ রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে সাংবাদিকদের ওপর কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ পাঁচজন আহত হন। ছাত্রলীগ নেতাকর্মীরা এক নারী সাংবাদিককে লাঞ্ছিতও করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (৫ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের নতুন বাস উদ্বোধন উপলক্ষে সাংবাদিক সমিতির সদস্যরা সকাল থেকে ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে অবস্থান করছিলেন। বেলা ১১টার দিকে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অপেক্ষায় থাকা ১৫-২০ জন সাংবাদিকের ওপর হামলা চালান। ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হোসেন, সাদ্দাম হোসেন, হুমায়ুন কবির হিমু, গণযোগাযোগ বিষয়ক উপ-সম্পাদক সানবির মাহমুদ ফয়সাল, স্কুল ও ছাত্র বিষয়ক উপ-সম্পাদক শরিফুল আজম হৃদয়, সহ-সম্পাদক মো. নোবেল, ছাত্রলীগকর্মী এম এস সিফাত ও ফেরদৌস বাপ্পী রিয়াদ হামলায় নেতৃত্ব দেন। হামলায় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য সবুজ আলম ফিরোজ, যায়েদ হোসেন মিশু, সাহিন আহমেদ এবং এইচ এম ফরহাদ আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতাল ও পাশ্ববর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আকবর হুছাইন বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। আগামী তিন দিনের মধ্যে দুই পক্ষকে নিয়ে আমরা বসবো। এর সঙ্গে যারা জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
হামলার বিষয়ে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘হামলার বিষয়টি আমি শুনেছি। সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দোষীদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেবো।’

/আরজে/এইচআই/
সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ