X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

৩ মাসে ওয়াসার হটলাইনে দূষিত পানির ২৯২টি অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৯, ০৬:৫১আপডেট : ১৬ মে ২০১৯, ০৭:২৩

ওয়াসা আদালতের নির্দেশ অনুসারে ওয়াসার দূষিত পানির বিষয়ে হাইকোর্টে একটি প্রতিবেদন দাখিল করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিআরডি) স্থানীয় সরকার বিভাগ। ওই প্রতিবেদনে বিগত তিন মাসে ঢাকা ওয়াসার হটলাইন নম্বরে (১৬১৬২) দূষিত পানির বিষয়ে ২৯২ জন গ্রাহক অভিযোগ করেছেন বলে তথ্য উঠে এসেছে।

বুধবার (১৫ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ওই প্রতিবেদন দাখিল করা হয় বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। তিনি বলেন, ‘প্রতিবেদনটি  বৃহস্পতিবার (১৬ মে) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হবে।’

এদিকে ওয়াসার দূষিত পানি পরীক্ষা করতে কতো খরচ হবে তা বুধবারের (১৫ মে) মধ্যে জানাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সে আদেশ অনুসারে মন্ত্রণালয়ের পাঠানো প্রতিবেদনে ওয়াসার তিনটি ল্যাবে পানি পরীক্ষা করা হবে এবং এক হাজার ৬৪টি নমুনা পরীক্ষায় খরচ বাবদ ৭৫ লাখ ৬১ হাজার ৫০০ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়াও ওয়াসার হটলাইনে বিগত তিন মাসে রাজধানীর ২৯২টি বাসা থেকে পানি দূষিত বলে ফোন করে গ্রাহকরা অভিযোগ করেছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

পরে এ মামলার রিটকারী আইনজীবী তানভীর আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘আজ (বুধবার) আদালতে প্রতিবেদন দাখিল করে শুনানি হওয়ার দিন নির্ধারণ ছিলো। কিন্তু ওয়াসার আইনজীবী নিজস্ব কাজে কোর্টের বাইরে থাকায় আজ শুনানি হয়নি। তবে আগামীকাল মামলার শুনানির জন্য দিন নির্ধারণ রেখেছেন আদালত।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ অক্টোবর বিশ্বব্যাংক একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, দেশের সাড়ে সাত কোটি মানুষ অনিরাপদ উৎসের পানি পান করে। ৪১ শতাংশ পানির নিরাপদ উৎসগুলোতে রয়েছে ক্ষতিকর ব্যাকটেরিয়া। ১৩ শতাংশ পানিতে রয়েছে আর্সেনিক। পাইপের মাধ্যমে সরবরাহ করা পানিতে এই ব্যাকটেরিয়ার উপস্থিতি সবচেয়ে বেশি, প্রায় ৮২ শতাংশ। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে পত্র-পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরে সে প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী তানভীর আহমেদ।

এরপর ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ নভেম্বর রাজধানী ঢাকায় পাইপের মাধ্যমে সরবরাহকৃত ওয়াসার পানি পরীক্ষার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করতে নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়াও কমিটিকে পানি পরীক্ষা করে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।

 

/বিআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি