X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এনএসআইয়ে নিয়োগের নামে মোটা অঙ্কের টাকা নিতো প্রতারক গোলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৯, ০৪:৪৮আপডেট : ২৬ মে ২০১৯, ০৫:০০

র‌্যাবের হাতে আটক প্রতারক গোলবার গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের চাকরিতে নিয়োগ দেওয়ার নামে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। তার নাম মো. গোলবার হোসেন ওরফে শ্রাবণ (২৮)। কুষ্টিয়ার দৌলতপুর থানার মানিকের চর গ্রামে তার বাড়ি।
শুক্রবার (২৪ মে) সকালে রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকার এম ব্লকের ১০ নম্বর রোডের ১৯ নম্বর বাসার ৭ম তলার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে এনএসআইয়ের নিয়োগপত্র ১০টি, এনএসআই, এমইএস, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নামের তিনটি সিল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জমা বহি (৮ পাতা), বাদীর হিসাব নম্বরে পাঠানো ১৪ হাজার টাকা জমা রশিদ, নোট বুক, ল্যাপটপ, মোবাইল ও একটি নকল আইডি কার্ড উদ্ধার করা হয়।
র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া শাখা) অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফাইজুল ইসলাম শনিবার (২৫ মে) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা প্রতারক চক্রের সদস্য গোলবার হোসেনকে আটক করি। সে সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআইতে ফিল্ড এজেন্ট নিয়োগের কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে বলে অভিযোগ পেয়েছি। ওই ভুক্তভোগী র‌্যাব ক্যাম্পে এসে অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতে প্রতারককে আটক করা হয়।
র‌্যাবের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলবার জানায়, এনএসআইতে ফিল্ড এজেন্ট নিয়োগের কথা বলে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে সে ২ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আত্মসাৎ করেছে। সে মহাপরিচালকের (ডিজি) স্বাক্ষর জাল করে এনএসআই-এর নম্বরসহ ভুয়া নিয়োগপত্র তৈরি করে সংশ্লিষ্ট প্রার্থীর স্থায়ী ঠিকানায় ডাকযোগে নিয়োগপত্র পাঠাতো। টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে সে চাকরিপ্রাপ্তদের ব্যাংক অ্যাকাউন্ট, বেতন এবং বাড়িতে লোক মারফত রেশন পাঠানোর কাজও করতো। একপর্যায়ে চাকরি স্থায়ী করার কথা বলে ভুক্তভোগীদের কাছে আরও টাকা চাইতো। বেশ কিছুদিন পার হলে টাকা আত্মসাৎ এবং অবৈধ লেনদেনের অভিযোগ তুলে চাকরিপ্রাপ্তদের বরখাস্তপত্র পাঠাতো।

 

/এসজেএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড