X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

মাইকেল চাকমার সন্ধান চায় ‘গুমের বিরুদ্ধে বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৯, ১৩:৫৬আপডেট : ২৭ মে ২০১৯, ১৯:৫২

মাইকেল চাকমার সন্ধান চায় ‘গুমের বিরুদ্ধে বাংলাদেশ’ পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ব্যক্তিত্ব মাইকেল চাকমাকে দ্রুত তার পরিবার ও সংগঠনের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ‘গুমের বিরুদ্ধে বাংলাদেশ’ নামের একটি সংগঠন। রবিবার (২৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে গুমের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে এক প্রতিবাদী পারফর্মিং আর্ট প্রদর্শনের মাধ্যমে তারা এ দাবি জানান।
সংগঠনটির কর্মী মাহাতাব উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গুমের বিরুদ্ধে বাংলাদেশ নামে আমাদের এই সংগঠনে বিভিন্ন শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষ একজোট হয়েছে। কয়েকদিন পরপরই একেকজন গুম হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। আমরা এর অবসান চাই। মাইকেল চাকমাকে খুঁজে বের করতে হবে।’
পারফর্মিং আর্ট শেষে সায়দিয়া গুলরুখ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রামের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি। তিনি পার্বত্য চট্টগ্রামের শ্রমজীবী মানুষের সঙ্গে কাজ করেন। গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। তার পরিবার সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করার পরও পুলিশ পরবর্তীতে অস্বীকার করে। এ বিষয়ে গত দুইদিন আগে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে , দ্রুত তদন্ত করে মাইকেল চাকমাকে যেন খুঁজে বের করা হয় ও সবার সামনে হাজির করা হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা আশঙ্কা করি আমাদের দেশে যে গুমের রাজনীতি চলছে তারই শিকার মাইকেল চাকমা। যদি কেউ অন্যায় করে থাকেম তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার করতে হবে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আইন বহির্ভূতভাবে তুলে নিয়ে যেতে পারে না।'
কর্মসূচিতে মাইকেল চাকমাকে দ্রুত তার পরিবার ও সংগঠনের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

/এইচএন/ইউআই/এআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বানিয়ে ফেলুন কাঁচা আমের আমসত্ত্ব
বানিয়ে ফেলুন কাঁচা আমের আমসত্ত্ব
খাবার পানি ও স্যালাইন বিতরণ করছে আ.লীগ নেতাকর্মীরা
খাবার পানি ও স্যালাইন বিতরণ করছে আ.লীগ নেতাকর্মীরা
তীব্র গরমে বদলে গেছে আদালতের চিরচেনা চিত্র
তীব্র গরমে বদলে গেছে আদালতের চিরচেনা চিত্র
মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা: যুক্তরাষ্ট্র
মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা: যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন