X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি খাতে বাজেট বৃদ্ধির দাবি সম্মিলিত সাংস্কৃতিক জোটের

ঢাবি প্রতিনিধি
১৫ জুন ২০১৯, ১৫:২২আপডেট : ১৫ জুন ২০১৯, ১৫:২৪

 সম্মিলিত সাংস্কৃতিক জোটের সংবাদ সম্মেলন আগামী অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে সংস্কৃতি ক্ষেত্রে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা সরকারের বিদ্যমান নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সংস্কৃতি খাতে যে বাজেট বরাদ্দ (০.১১ শতাংশ) করা হয়েছে তা অপ্রতুল উল্লেখ করে সংগঠনটি এই বরাদ্দ বাড়িয়ে মোট বাজেটের ১ শতাংশ করার দাবি জানিয়েছেন। শনিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। লিখিত বক্তব্যে বলা হয়, ‘একটি আধুনিক, বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক, দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার জন্য সংস্কৃতির প্রসার ও চর্চার প্রয়োজনীয়তা আমরা সবাই উপলব্ধি করি। ন্যায়ভিত্তিক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য দেশব্যাপী একটি সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলা সময়ের দাবি। সাম্প্রদায়িক, জঙ্গিবাদ, মাদকাসক্তি, ঘুষ, দুর্নীতি, নারী ও শিশু নির্যাতনসহ সব অমানবিক ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে শিক্ষা এবং সংস্কৃতি বড় ভূমিকা পালন করতে পারে। আমাদের দেশের বিদ্যমান রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটে সংস্কৃতির এ ধারাকে প্রবাহমান রাখা ও শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা খুবই জরুরি।’
তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, বাঙালি জাতিরাষ্ট্র বাংলাদেশের ভিত্তিটা সাংস্কৃতিক এবং কাঠামোটা রাজনৈতিক। সাংস্কৃতির শক্তি দিয়ে সব অশুভ অপশক্তিকে পরাভূত করে মানবিক সমাজ নির্মাণের জন্য গ্রাম থেকে রাজধানী পর্যন্ত সাংস্কৃতিক নবজাগরণ জরুরি। এছাড়া সাংস্কৃতিক চর্চার পৃষ্ঠপোষকতার জন্য সংগঠনটি ১১টি দাবির কথা জানান। এতে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সঙ্গীতশিল্পী ফকির আলমগীর প্রমুখ।

 

/এসআইআর/ওআর/
সম্পর্কিত
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
কুমিল্লার স্কুলে স্কুলে ‘পানির ঘণ্টা’ চালুর নির্দেশ
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?