X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

নোমানের মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ১৩:৫৭আপডেট : ২৬ জুন ২০১৯, ১৫:১০

আবদুল্লাহ আল নোমান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে ২২ বছর ধরে ঝুলে আছে একটি দর্নীতির মামলা। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের এ মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৬ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নোমানের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শাজাহান, আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। এছাড়া, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৭ সালের ৭ আগস্ট তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো নোমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার সম্পদের বিবরণী জানতে চেয়ে নোটিশ পাঠায়। কিন্তু সম্পদের বিবরণী দাখিল না করায়, দুদক কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ বাদী হয়ে নোমানের বিরুদ্ধে ১৯৯৮ সালের ১৯ আগস্ট ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। এরপর জাহিদ নিজেই মামলাটির তদন্ত করে ২০০০ সালের ফেব্রুয়ারিতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে আবদুল্লাহ আল নোমান তার বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় সাক্ষীদের সঠিকভাবে জেরা করতে পারেননি বলে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে সাক্ষীদের পুনরায় জেরা করার আবেদন জানান। তবে তার সেই আবেদন আদালতে নামঞ্জুর হয়। এরপর নামঞ্জুর আদেশের বিরুদ্ধে নোমান হাইকোর্টে আবেদন করেন এবং মামলাটির কার্যক্রম স্থগিত চান। এরই ধারাবাহিকতায় মামলাটির কার্যক্রম ২২ বছর ধরে স্থগিত হয়ে আছে। 

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে