X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

তিনি একটি চাকরি চান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ২০:২৫আপডেট : ২৬ জুন ২০১৯, ২০:৩২





চারকির প্রত্যাশায় আমরণ অনশনে চাঁদের কণা ৯ মাস বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে পা দুটির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। চলাফেরা করতে হয় হাতের ওপর ভর করে। তবু হার মানেননি সিরাজগঞ্জের চাঁদের কণা। ইডেন কলেজ থেকে ২০১৩ সালে ফার্স্ট ক্লাস পেয়ে মাস্টার্স শেষ করেন।
কবিতা লেখেন। টিভি-রেডিওতে সংবাদ পাঠ, টিভি অনুষ্ঠান গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনাও করেছেন। কম্পিউটারের ওপর দখল আছে। তবু ভালো একটি চাকরি জোটেনি। চাকরির আশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান। এ জন্য রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমরণ অনশনে’ বসেছেন।
চাঁদের কণা মনে করেন, বয়স ও কর্মক্ষমতার কথা বিবেচনা করে একমাত্র প্রধানমন্ত্রীই পারেন তার জন্য একটি চাকরির ব্যবস্থা করতে।
বুধবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখা গেলো, হুইলচেয়ারে প্রধানমন্ত্রীর ছবি হাতে নিয়ে বসে আছেন চাঁদের কণা।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু আমার যোগ্যতা অনুযায়ী চাকরি হচ্ছে না। আমাদের মতো শারীরিক প্রতিবন্ধীদের জন্য কম বেতনের চাকরি পাওয়া যায়।’
চাঁদের কণা বলেন, “যে অফিসেই যাই তারাই বলে, ‘আপনাকে দিয়ে তো ডেস্ক জব ছাড়া কিছু হবে না।’ অথচ আমি ৩ বছর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সহকারী প্রোগ্রাম প্রডিউসার হিসেবে করছি। আমাকে শুটিং পর্যন্ত করতে হয়েছে।’
তিনি বলেন, হাজারো কষ্ট আর আর্থিক অনটন সত্ত্বেও হাতের ওপর ভর দিয়ে এতটা পথ এসেছেন একটি সরকারি চাকরির আশায়। জীবনের শেষ দিনগুলো নিশ্চিন্তে থাকতে চান। আত্মনির্ভরশীল হয়ে বাঁচতে চান।
চাঁদের কণা জানান, পৈত্রিক সম্পত্তি নেই। মা হাসনা হেনা শিক্ষিকা ছিলেন। মারা গেছেন। তার পেনশনের টাকায় কোনোরকমে পরিবার চলে। বাবা ব্রেইন স্ট্রোক করে বিছানায় পড়ে আছেন। তার একটি চাকরি খুব দরকার‌।

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ