X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সুপ্রভাত বাসের চাপায় ছাত্র নিহতের মামলায় অভিযোগপত্র গ্রহণ শুনানি ২৫ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ১৩:১৩আপডেট : ২৭ জুন ২০১৯, ১৩:১৮

সুপ্রভাত পরিবহনের বাস সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার চৌধুরী নিহতের ঘটনায় অভিযোগপত্র গ্রহণের জন্য ২৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ জুন) মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার মূল নথি মহানগর দায়রা জজ আদালতে থাকায় অভিযোগপত্র গ্রহণ শুনানি হয়নি। তাই পরবর্তী শুনানির জন্য ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ দিন ধার্য করেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক শেখ রকিবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এরআগে, গত ২৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক কাজী শরীফুল ইসলাম পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে প্রথম ঘটনায়, মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি কলেজের প্রথম বর্ষের ছাত্রী সিনথিয়া সুলতানা মুক্তা বাসের ধাক্কায় গুরুতর আহত হন। এ ঘটনায় সুপ্রভাত পরিবহনের বাসচালক সিরাজুল ইসলাম, মালিক ননী গোপাল সরকার, কন্ডাক্টর ইয়াছিন আরাফাত ও হেলপার ইব্রাহিম হোসেনকে অভিযুক্ত করে দণ্ডবিধির ২৭৯/৩৩৮-ক/১০৯ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়।

অন্যদিকে অভিযোগপত্রে দ্বিতীয় ঘটনায়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরারের নিহতের ঘটনায় বাসমালিক ননী গোপাল সরকার ও কন্ডাক্টর ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে দণ্ডবিধির ২৭৯/৩০৪/১০৯ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়। এতে বলা হয়, যমুনা ফিউচার পার্কের কাছে নর্দ্দার আইকন টাওয়ারের সামনে বিইউপি শিক্ষার্থী আবরার চৌধুরীকে চাপা দেওয়ায় তিনি মারা যান।

প্রসঙ্গত, ১৯ মার্চ সকালে ভিক্টোরিয়া পার্ক থেকে সুপ্রভাত পরিবহনের একটি বাস ছাড়ে। তখন চালক ছিল সিরাজুল ইসলাম। বাসটি গুলশানের শাহজাদপুর এলাকা অতিক্রম করার সময় মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি কলেজের শিক্ষার্থী মুক্তাকে চাপা দেয়। এ ঘটনায় বাসের যাত্রীরা চালক সিরাজুলকে ট্রাফিক পুলিশে সোপর্দ করেন। তখন ঘটনাস্থলের কিছু দূরে বাসটি রাখা হয়। এ সময় কন্ডাক্টর ইয়াসিন আরাফাত বাসের মালিককে ফোন করে জানায়, বাস এখানে থাকলে জনগণ পুড়িয়ে দিতে পারে বা ভাঙচুর করতে পারে। তখন মালিক আরাফাতকে বাসটি নিয়ে পালিয়ে যেতে বলেন। এরপর কন্ডাক্টর আরাফাত বাসটি চালিয়ে নিয়ে পালানোর সময় যমুনা ফিউচার পার্কের সামনে বিইউপি শিক্ষার্থী আবরারকে চাপা দেয়।

 

/টিএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা