X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

জাকসু নির্বাচনের জন্য ৩১ জুলাইয়ের মধ্যে কমিশন গঠনের ঘোষণা উপাচার্যের

জাবি প্রতিনিধি
২৮ জুন ২০১৯, ১৯:২১আপডেট : ২৮ জুন ২০১৯, ২১:২৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের লক্ষ্যে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন গঠনের আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। শুক্রবার (২৮ জুন) বিকাল পাঁচটার দিকে এই ঘোষণা দেন তিনি।

এর আগে বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের ৩৮তম বার্ষিক সিনেট অধিবেশন শুরুর কথা থাকলে জাকসু নির্বাচনের দাবিতে তা শিক্ষার্থীদের অবরোধের মুখে পড়ে। সাড়ে তিনটার দিকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী), সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এসময় সিনেট সদস্যরা সিনেট হলে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন।

পরে বিকাল সোয়া চারটায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, প্রক্টর (ভারপ্রাপ্ত) আ.স.ম. ফিরোজ-উল-হাসান বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এরপর শিক্ষার্থীরা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে অবরোধ থেকে সরে দাঁড়ায়।

এরপর সাড়ে চারটার দিকে নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার একপর্যায়ে ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন গঠনের আশ্বাস দেন তিনি। এরপর, নির্ধারিত সময়ের একঘন্টা পরে বিকাল পাঁচটায় সিনেট অধিবেশন শুরু হয়।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় উপাচার্য বলেন, ‘আমরা জাকসু নির্বাচনের কথা দিয়েছিলাম। নভেম্বরে আমরা জাকসু নির্বাচন করতে চাই। ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। কমিশন দ্রুত কাজ করে তফসিল ঘোষণা করবে। এখানে অস্বচ্ছ কিছু নেই। আমাদের এবং শিক্ষার্থীদের লক্ষ্য একটাই-ছাত্র প্রতিনিধিত্ব তৈরি করা। এটা শিক্ষার্থীদের বিশ্বাস করতে হবে, আস্থা রাখতে হবে।'


 

 

/এএইচ/
সম্পর্কিত
নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
সর্বশেষ খবর
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবকের এক মাস জেল
ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবকের এক মাস জেল
‘গাজার ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে’
‘গাজার ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে’
সরকারের সব উন্নয়ন-অগ্রগতি শ্রমিকদের মাধ্যমেই: হানিফ
সরকারের সব উন্নয়ন-অগ্রগতি শ্রমিকদের মাধ্যমেই: হানিফ
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার