X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

এরিক এরশাদকে অপহরণের হুমকি, থানায় জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৯, ১৯:১৩আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১৯:৪৭

 


এরিক এরশাদ (ছবি: সংগৃহীত)

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদকে অপহরণের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এরশাদের ব্যক্তিগত সচিব মেজর (অব.) মো. খালেদ আখতার গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোমবার (৮ জুলাই) বিকাল ৩টার দিকে এ জিডি (নম্বর ৫৫২) করা হয়েছে।
মেজর (অব.) খালেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত কয়েকদিন ধরে একটি রবি নম্বর থেকে এরিক এরশাদকে ফোন দিয়ে তাকে অপহরণের হুমকি দিচ্ছে। তবে তারা নিজেদের পরিচয় দেয় না। হঠাৎ কেন এমন হুমকি, তা আমরা জানি না। আমি এ বিষয়ে থানায় জিডি করেছি।’
গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এস আই) আনোয়ার হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, জিডি হয়েছে, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
তিনি আরও বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। তবে যে নম্বর থেকে ফোন দিয়েছে, সেই নম্বরগুলো এরিক সংগ্রহ করে রাখতে পারেনি। পরবর্তীতে এমন ফোন আসলে নম্বর সেভ করে রাখতে বলা হয়েছে।’
এরিক রাজধানীর গুলশানে প্রেসিডেন্ট পার্কে তার বাবার সঙ্গে থাকেন।

এরিকের মা বিদিশা ছেলের নিরাপত্তা চেয়ে করা জিডির প্রতিক্রিয়ায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজনীতির এই নোংরা খেলায় বাদ যাচ্ছে না আমার প্রতিবন্ধী শিশু এরিকও। আমার ভয়, আমার ছেলেকে নিয়ে নতুন করে কোনও ষড়যন্ত্র হচ্ছে না তো? পিতার জীবন-মৃত্যুর এই সন্ধিক্ষণে আমার এই প্রতিবন্ধী অবুঝ সন্তানটিকে নিয়ে কোনও নোংরা রাজনৈতিক খেলা হচ্ছে না তো?’

‘প্রতিবন্ধী’ শব্দটি মা হিসেবে তাকে ব্যথিত করে মন্তব্য করে বিদিশা বলেন, ‘সন্তান তো সন্তানই। প্রত্যেক মা-বাবার কাছে তার সন্তানই শ্রেষ্ঠ সন্তান।’
তিনি জানান, অনলাইনে নিউজ দেখে তিনি গুলশান থানায় ফোন করেছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন।
প্রসঙ্গত, এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।

/এআরআর/এএইচআর/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
বাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি