X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

১৮ বছর ধরে ঢাবির গার্ডরুমে চলছে দোকান!

সিরাজুল ইসলাম রুবেল
১১ আগস্ট ২০১৯, ০২:৪৫আপডেট : ১১ আগস্ট ২০১৯, ২১:১১

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ্রন্থাগার ভবনের প্রবেশ ফটকের গার্ডরুমে ১৮ বছর ধরে বাণিজ্যিকভাবে দোকান পরিচালনা করা হচ্ছে। গার্ডরুম দোকান হিসেবে ব্যবহার হওয়ার কারণে ওই ফটকে কোনও নিরাপত্তা কর্মী নেই। এ সুযোগে বহিরাগতরা দেদারছে প্রবেশের সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ ফটকে নিরাপত্তাকর্মী না থাকায় বহিরাগতদের প্রবেশে নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, বিঘ্নিত হচ্ছে তাদের চলাচল এবং নিরাপত্তা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দ্রীয় গ্রন্থাগারের ফটকের পাশে তৈরি করা গার্ডরুমটিতে নাঈমা ফটোকপি অ্যান্ড স্টেশনারি নামে একটি দোকান রয়েছে। ২০০৫ সাল থেকে দোকানটি চালু রয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, গার্ডরুমটি ২০০১ সালে দোকান হিসেবে ব্যবহার করার অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুমোদনপত্রে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাকারিয়া আহমেদের নামে দোকানটির অনুমোদন দেওয়া হয়েছে। তবে বর্তমানে দোকানটি পরিচালনা করছেন আলী আজম। জানা গেছে, তিনি ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক আলী আকবরের ভাই। গার্ডরুমটি দোকান হিসেবে ব্যবহার বাবদ কর্তৃপক্ষকে প্রথমে ২ হাজার পরে ৪ হাজার এবং বর্তমানে ৫ হাজার টাকা করে মাসিক ভাড়া দেওয়া হয় বলে দাবি করেছেন আলী অজম।

তবে ওই দোকানের মূল মালিকের পরিচয় জানতে চাইলে তিনি তার বিষয়ে বিশেষ কিছু জানেন না বলে জানান। জানা গেছে, জাকারিয়া আহমেদ ও আলী আজম উভয়ের বাড়িই নেত্রকোনা জেলায়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ওই ফটকে গার্ডরুম থাকলেও সেখানে কোনও নিরাপত্তাকর্মী নেই। এই সুযোগে কোনও ধরনের তল্লাশি ছাড়াই যে কেউ ভেতরে প্রবেশ করতে পারেন। শিক্ষার্থীরা বলছেন, অনেক সময় দেখা যায় কেন্দ্রীয় লাইব্রেরিতে অনেক বহিরাগত এসে পড়াশোনা করছেন। যদি গেটে তল্লাশির ব্যবস্থা থাকতো তাহলে, বহিরাগত প্রবেশ অনেকটাই নিয়ন্ত্রণ করা যেতো।

 এছাড়া নিরাপত্তাকর্মী না থাকায় ওই গেটটি পুরোটা খোলা হয় না। গেটের ছোট একটি অংশ দিয়ে পায়ে হেঁটে পার হতে হয় শিক্ষক-শিক্ষার্থীদের। কিন্তু রিকশা, মোটরসাইকেল ও বড় গাড়ি নিয়ে এই গেট দিয়ে কেউ চলাচল করতে পারেন না। এতে শিক্ষার্থীদের চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে।

ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, ‘নিরাপত্তাকর্মীর জন্য তৈরি করা কক্ষকে দোকান হিসেবে ব্যবহারের অনুমোদন দেওয়া কোনোভাবেই কাম্য নয়। বিভিন্নজনকে সুবিধা দিতে শিক্ষকরা এ ধরনের কাজ করছেন, যা কোনোভাবেই একটি বিশ্ববিদ্যালয়ের চরিত্র হতে পারে না। তাছাড়া নিরাপত্তাকর্মী না থাকায় শিক্ষার্থীদেরও সমস্যা হচ্ছে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে কক্ষটি উদ্ধার করবো।’

যে স্থানে দোকানটি অবস্থিত তার দায়িত্ব লাইব্রেরি ম্যানেজমেন্টের। এটা দেখভাল করার দায়িত্ব লাইব্রেরি কর্তৃপক্ষের। জানতে চাইলে গ্রন্থাগারিক এবং তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এসএম জাবেদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দোকানটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেওয়া হয়েছে। তবে, এটি কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্যপূণ নয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘নিরাপত্তাকর্মীর জন্য তৈরি হওয়া কক্ষে কেন দোকান হবে? এটা তো ঠিক হয়নি। আমরা আগের চুক্তি বাতিল করে এসব দোকান সরিয়ে ফেলবো। ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের সব ঠিক করবো।’

/টিটি/
সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ