ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ইমতিয়াজ আহমেদ অপু (১৭) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি একটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মৃত ইমতিয়াজ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মাতাইন গ্রামে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার পিতার নাম সেকেন্দার আহমেদ।
ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ওই কলেজছাত্রের মৃত্যু হয়।’
মৃত ইমতিয়াজের চাচা আলমগীর হোসেন জানান, গত পাঁচ দিন আগে ইমতিয়াজ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। শুক্রবার (৩০ আগস্ট) বিকালে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসা হয়। মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু শনিবার বিকালেই ইমতিয়াজ সবাইকে ছেড়ে যায়।
৩০ আগস্ট পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে, এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ১৮০ জনের মৃত্যুর খবর পেয়েছে স্বাস্থ্য অধিদফতর। ৮৮জনের মৃত্যু পর্যালোচনা করে ডেঙ্গু জনিত কারণে ৫২ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছে অধিদফতরের ডেথ রিভিউ কমিটি। এরমধ্যে শুধু ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে ৮ জনের বিষয়ে পর্যালোচনা করে ডেঙ্গুজনিত কারণে ৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতরের ডেথ রিভিউ কমিটি।
তবে, ঢামেকে এই পর্যন্ত কতজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও তথ্য দিতে রাজি হয়নি।