X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

মোহাম্মদপুরে মাদ্রাসার রান্নাঘর ভাঙা নিয়ে উত্তেজনা, মেয়র দেশে ফিরলে সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৮



মোহাম্মদপুরে মাদ্রাসার রান্নাঘর ভাঙা নিয়ে উত্তেজনা, মেয়র দেশে ফিরলে সিদ্ধান্ত পার্কের অংশে রান্নাঘর থাকা নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের মিনার মসজিদ ও মাদ্রাসা এবং পার্ক কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা হয়নি। মঙ্গলবারও (৩ সেপ্টেম্বর) এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।



গত রবিবার (১ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রান্নাঘরটি উচ্ছেদ করে। এ নিয়ে মাদ্রাসাছাত্রদের সঙ্গে স্থানীয় কাউন্সিলর সমর্থকদের সঙ্গে ধাওয়া, পাল্টা ধাওয়া হয়।
মঙ্গলবার খবর ছড়িয়ে পড়ে, রান্নাঘরের জায়গা ফের দখলে নিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে সেখানে ডিএনসিসির বুলডোজার গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকশ’ ছাত্র মাদ্রাসার সামনে অবস্থান নেয়।
স্থানীয়রা জানান, রান্নাঘরটি দ্বিতীয় দফায় ভাঙতে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বুলডোজার নিয়ে গেলে মাদ্রাসাছাত্ররা বেরিয়ে আসে। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ কমিশনার ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ যায়। স্থানীয় (২৯ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর নুরুল ইসলাম রতন ও মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে বসে সমঝোতার উদ্যোগ নেয় তারা। দীর্ঘ বৈঠক শেষে উভয় পক্ষ একমত হয়, মেয়র আতিকুল ইসলাম দেশে ফিরে এলে আবার বৈঠক হবে। মেয়রের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম রতন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রান্নাঘরের জায়গায় যে চুলা রয়েছে সেখানে মাদ্রাসা কর্তৃপক্ষ রান্নাবান্না করছে। পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে সিদ্ধান্ত হয়েছে যে তারা আপাতত রান্না চালিয়ে যাবে। মেয়র আতিকুল ইসলাম এখন দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরে এলে বিষয়টির চূড়ান্ত মীমাংসা করা হবে।’
জামিয়া বায়তুল আমান মিনার মসজিদ ও ইসলামি কেন্দ্র (মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা) কমিটির সেক্রেটারি ওবায়দুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়র আতিকুল ইসলামের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, মাদ্রাসার রান্নাঘর যেখানে যেভাবে ছিল সেভাবেই থাকবে। তিনি দেশের বাইরে আছেন। কিন্তু সিটি করপোরেশন কর্তৃপক্ষ রান্নাঘরটি ভেঙে ফেলে।’ আজও (মঙ্গলবার) পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে বৈঠক হয়েছে। মেয়র ফিরে আসলে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ কমিশনার ওয়াহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, কেউ যাতে শান্তি-শৃঙ্খলা ভঙ্গ না করেন সেজন্য বলে দেওয়া হয়েছে। মেয়র দেশে ফেরা পর্যন্ত তাদের অপেক্ষা করতে বলা হয়েছে।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বৃহত্তম বন্দি বিনিময়, শেষ দিনে মুক্ত ৬০৬ জন
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বৃহত্তম বন্দি বিনিময়, শেষ দিনে মুক্ত ৬০৬ জন
ফাইনালে লাহোরের একাদশে রিশাদ, বাদ সাকিব
ফাইনালে লাহোরের একাদশে রিশাদ, বাদ সাকিব
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিএনপির সদস্যসচিব
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিএনপির সদস্যসচিব
সরকারের নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে: সাইফুল হক
সরকারের নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে: সাইফুল হক
সর্বাধিক পঠিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
ড. ইউনূসকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠনের দাবি
ড. ইউনূসকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠনের দাবি