X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

যায়ানের নামে চেয়ারম্যান বাড়ি খেলার মাঠের নামকরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩১

শহীদ যায়ান চৌধুরী খেলার মাঠের ভিত্তি প্রস্তর স্থাপন শ্রীলঙ্কায় জঙ্গি হামলায় নিহত শিশু যায়ান চৌধুরীর নামে বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠটির নতুন নামকরণ করা হয়েছে। যায়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের নাতি। শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রায় সোয়া পাঁচ কোটি টাকা ব্যয়ে পার্কটির নামকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। যায়ান চৌধুরীর স্মৃতি রক্ষার্থে তার নাম অনুসারে মাঠটি ‘শহীদ যায়ান চৌধুরী খেলার মাঠ’ নামে নামকরণ করা হয়। চলতি বছরের ১৯ এপ্রিল জঙ্গি হামলায় নিহত হয় জায়ান।
ডিএনসিসি জানায়, দেশে থাকলে যায়ান বনানীর ওই মাঠে খেলাধুলা করতো। ডিএনসিসি তার স্মৃতি ধরে রাখার জন্য মাঠটির নাম পরিবর্তনের উদ্যোগ নেয়। বিষয়টি নিয়ে গত ২২ মে সংস্থাটির ২৯তম বোর্ড সভায় প্রস্তাব তোলা হলে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন দেওয়া হয়। ২৮ মে, ডিএনসিসির সড়ক অবকাঠামো নামকরণ উপ-কমিটির সভায় সুপারিশসহ স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রণালয় সেটি অনুমোদন দেয়।
প্রকল্প অনুযায়ী, মাঠটিতে উন্নতমানের ম্যাটেরিয়াস ও টেকনোলজি দ্বারা খেলার মাঠ ও ক্রিকেট পিচ নির্মাণ, ইন্টারনাল ও এক্সটারনাল ওয়াকওয়ে নির্মাণ, শিশুদের জন্য আলাদা প্লেইং জোন, পাবলিক টয়লেট, আলাদা চেঞ্জিং রুম, সিটিং অ্যারেঞ্জমেন্ট বেঞ্চ, ক্রিকেট নেট প্র্যাকটিস ব্যবস্থা, চারদিকের বাউন্ডারি ও গ্রিন বেল্ট নির্মাণ করা হবে।
উদ্বোধনের সময় আতিকুল ইসলাম বলেন, ‘যায়ানের মর্মান্তিক মৃত্যুর পর এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ মাঠটি তার নামে রাখা হয়েছে। এ নামকরণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক প্রতিবাদ।’ তিনি জানান, নগরবাসীর খেলাধুলা, শরীরচর্চা ও বিনোদনের জন্য ডিএনসিসির ২৬টি পার্ক ও খেলার মাঠের সংস্কার কাজ খুব দ্রুত শেষ হবে। এর মধ্যে চারটি পার্কের সংস্কার কাজ প্রায় শেষের দিকে।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে শেখ ফজলুল করিম সেলিম বলেন, সাম্প্রদায়িকতার বাড়াবাড়ির কারণে যায়ানকে প্রাণ দিতে হয়েছে।

/এসএস/ওআর/
সম্পর্কিত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
সর্বশেষ খবর
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে