X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শিক্ষার্থীরা ফুঁসে না উঠলে আবরার হত্যায় ব্যবস্থা নেওয়া হতো না: ডাকসু ভিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৯, ০৫:০০আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০৫:০৭

ডাকসু ভিপি নুরুল হক নুর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। সোমবার (৭ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি বলেন, শিক্ষার্থীরা ফুঁসে না উঠলে এই ঘটনায় কোনও ব্যবস্থা নেওয়া হতো না।

নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে ডাকসু ভিপি বলেন, এসব আন্দোলনে চালানো হামলায় ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযুক্ত হলেও তাদের কোনও বিচার হয়নি। বিচার না হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে মন্তব্য করে নুরুল হক নুর বলেন, ‘যখন মানুষ ফুঁসে উঠছে, ছাত্ররা ফুঁসে উঠছে তখন দুই চারটি ঘটনার বিচার হচ্ছে’। আবরার হত্যার ঘটনায় বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা গ্রেফতার ও বেশ কয়েকজনকে বহিষ্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে যদি ছাত্ররা ফুঁসে না উঠতো এই ঘটনার কিছুই হতো না’। তবে গ্রেফতারকৃতদের শেষ পর্যন্ত বিচার হবে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেন তিনি।

ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে আবরার হত্যাকাণ্ড ঘটেছে দাবি করে ডাকসু ভিপি নুর বলেন, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাত্রলীগের হাতে জিম্মি হয়ে পড়েছে। তিনি বলেন, ভারতের সঙ্গে ক্তি নিয়ে ফেসবুকে সমালোচনার জের ধরে আবরারকে ডেকে নিয়ে বেদম প্রহার করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে আবরারের মৃত্যু হয়। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ ডেকে নিয়ে মারতে পারে এমন আশঙ্কায় শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু লিখতে পারছে না।

প্রসঙ্গত, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার ঘটনায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (রাব্বি)-কে ছাত্রলীগের বুয়েট শাখার কিছু নেতাকর্মী রবিবার ( ৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায়। এরপর দিনগত রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হলের নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে পিটিয়ে হত্যার প্রমাণ পেয়েছেন পুলিশ কর্মকর্তারা। আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

আরও খবর:

আবরার হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা

যেভাবে আবরারকে হত্যা


ফোনে ডেকে নেওয়ার পর লাশ মিললো বুয়েট শিক্ষার্থীর

আবরার হত্যার বিচার চেয়ে সরব ফেসবুক

হলের করিডরে আবরারের নিঃশব্দ আহাজারি! (ফটোস্টোরি)

‘ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে’

আবরারকে পিটিয়ে হত্যার প্রমাণ পেয়েছে পুলিশ

 আবরার হত্যার ঘটনায় ছাত্রলীগের নিন্দা, তদন্ত কমিটি

বুয়েটে অবরুদ্ধ পুলিশ কর্মকর্তারা, সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি (ভিডিও)

/এসও/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন বাণিজ্য সচিবের দ্বায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দ্বায়িত্ব গ্রহণ
নির্বাচনি দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে পালন করছে পুলিশ: আইজিপি
নির্বাচনি দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে পালন করছে পুলিশ: আইজিপি
কমলাপুর আইসিডি টার্মিনালের দায়িত্ব নৌপরিবহন মন্ত্রণালয়কে দেওয়ার সুপারিশ
কমলাপুর আইসিডি টার্মিনালের দায়িত্ব নৌপরিবহন মন্ত্রণালয়কে দেওয়ার সুপারিশ
গুলশান ও জয়পুরহাটে দুদকের অভিযান
গুলশান ও জয়পুরহাটে দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক