X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

সেপ্টেম্বরে দুটি অস্ত্র ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৯, ০৯:১২আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০৯:২৫

আইএসপিআর দু’টি অস্ত্র ও ২৮ রাউন্ড অ্যামুনেশন উদ্ধারসহ সন্ত্রাসী কার্যক্রম দমনে গত সেপ্টেম্বর মাসে সেনাবাহিনী বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। রবিবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আইএসপিআর জানায়, সেনাবাহিনী পার্বত্য জনগণের জান-মাল রক্ষায় পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন এবং উন্নয়ন কর্মকাণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সেপ্টেম্বর মাসে অভিযান চালিয়ে দুটি দেশি-বিদেশি অস্ত্র ও ২৮ রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করা হয়। একইসঙ্গে পার্বত্য চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা ও আর্থ-সামাজিক উন্নয়নসহ আর্তমানবতার সেবায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গত ৭ সেপ্টেম্বর রয়েল থাই আর্মির কমান্ডার ইন চিফ এর আমন্ত্রণে তিন দিনের সফরে থাইল্যান্ডে যান। সেখানে তিনি ১৯টি দেশের সেনাপ্রধানের অংশগ্রহণে অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস সম্মেলনে যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে আয়োজিত এক সেমিনারে সেনাবাহিনী প্রধান  ‘Trust Building Among Indo-Pacific Land Forces for Risk Reduction: The Experience of Bangladesh’ শীর্ষক বিষয়বস্তুর ওপর তার বক্তব্য উপস্থাপন করেন।

উল্লেখ্য, জেনারেল আজিজ আহমেদ এক সময় বিজিবি’র ডিজি ছিলেন। সীমান্তবর্তী দেশগুলোর ল্যান্ড ফোর্সের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং রোহিঙ্গা সমস্যা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তার অভিজ্ঞতা সবার মাঝে তুলে ধরার জন্যই ধরতে তাকে এ আমন্ত্রণ জানানো হয়। এছাড়া, সফরকালে সেনাবাহিনী প্রধান ইন্দো-প্যাসিফিক কমান্ডার ও রয়েল থাই আর্মির কমান্ডার ইন চিফ এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন।

গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩৩ পদাতিক ডিভিশন, কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশনের মোট ১৫টি দল অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় ১৯ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং লজিস্টিকস এরিয়া দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

মানুষের সঙ্গে সুদৃঢ় সেতুবন্ধন গড়ে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে গত ২২ সেপ্টেম্বর ২০১৯ তারিখ রাজধানীর মিরপুর ডিওএইচএস এ ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ১১২তম শাখার উদ্বোধন করা হয়। কালচারাল সেন্টার ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আন্তবাহিনী সাঁতার, ওয়াটার পোলো এবং ডাইভিং প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর্মি সুইমিং কমপ্লেক্স, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল মো. সফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ প্রতিযোগিতায় নৌ বাহিনী দল ১৪টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ০৮টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং ০৯টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক পেয়ে সেনাবাহিনী দল রানার আপ  হওয়ার গৌরব অর্জন করে।

ভারতের নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল কর্মবীর সিং গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী সদর দফতরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে  সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মিলিটারি ফার্ম সাভারে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গত ২৪ সেপ্টেম্বর একটি অত্যাধুনিক মিল্কিং পার্লারের উদ্বোধন করেন। এর ফলে স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধ দোহনের পাশাপাশি ডেইরি ফার্ম ব্যবস্থাপনায় সময় ও শ্রমের সাশ্রয় হবে। উল্লেখ্য, সামরিক বাহিনী এবং সরকারি পর্যায়ে এটিই প্রথম মিল্কিং পার্লার, যা মিলিটারি ফার্ম সাভারে স্থাপিত হলো।

গত ২৫ সেপ্টেম্বর ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাসের শ্যুটিং ক্লাব পয়েন্টে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি আন্ডারপাসের উদ্বোধন করেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদফতরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কর্তৃক প্রকল্পটি নির্ধারিত মেয়াদকালের মধ্যেই সফলভাবে সম্পন্ন হয়।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের