X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

গাজীপুরের সাব-রেজিস্ট্রার মনিরুলের দুর্নীতির অভিযোগ তদন্তে দুদককে নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ২০:৩২আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২০:৩৫

হাইকোর্ট

গাজীপুর সদরের সাব-রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে জমির মূল্য কম দেখিয়ে দলিল রেজিস্ট্রি করার মাধ্যমে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ ১৫ দিনের মধ্যে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে তিনি যাতে দেশত্যাগ করতে না পারেন সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত হয়।

এ মামলায় রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কাজী ওবায়দুর রহমান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

এর আগে গাজীপুর সদরের ওই সাব-রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগ তদন্তের বিষয়ে একই কার্যালয়ের দলিল লেখক হাজী মো. আফসার উদ্দিন এ রিট দায়ের করেন। যার শুনানি নিয়ে হাইকোর্ট অভিযোগগুলো তদন্তে দুদককে নির্দেশ দিলেন।

এ বিষয়ে রিটকারীর আইনজীবী কাজী ওবায়দুর রহমান জানান, আগামী ২০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অস্ট্রেলিয়াতে ভূমি রেজিস্ট্রেশন পদ্ধতি ও ব্যবস্থাপনা বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশের ২০ জন সাব-রেজিস্ট্রারের অংশ নেওয়ার কথা রয়েছে। এই তালিকায় গাজীপুর সদরের সাব-রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের নামও রয়েছে।

তিনি আরও বলেন, আমরা সন্দিহান যে এই সাব রেজিস্ট্রার দেশের বাইরে যেতে পারলে আর ফিরে আসবেন কিনা? এর আগেও গত আগস্টে আইন পড়ার কথা বলে লন্ডনে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। আইন মন্ত্রণালয় থেকে দুই বছরের (২০১৯ সালের পহেলা সেপ্টেম্বর থেকে ২০২১ সালের পহেলা সেপ্টেম্বর) ছুটিও মঞ্জুর করিয়ে নেন তিনি।

এদিকে, অসংখ্য দলিলের ফটোকপি সংযুক্ত করে রিট আবেদনে বলা হয়, এভাবে জমির মূল্য কম দেখিয়ে একদিকে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে, অপরদিকে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাব-রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।

রিট আবেদনে আরও বলা হয়, সাব-রেজিস্ট্রার মনিরুলের বিরুদ্ধে গত ২৭ জুলাই দুদক, প্রধানমন্ত্রীর কার্যালয়, আইন মন্ত্রণালয়, নিবন্ধন অধিদফতর, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং গাজীপুরের ডিসি-এসপির কাছে লিখিতভাবে দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়। আবেদনে মোট ৩৯টি দলিলের নম্বর উল্লেখ করে বলা হয়, এসব দলিলসহ আরও অসংখ্য দলিলের মাধ্যমে জমির মূল্য কম দেখিয়ে রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। অথচ অভিযোগগুলো তদন্ত করতে দুদকসহ সংশ্লিষ্টদের কাছে আবেদন দেওয়া হলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। 

তাই মনিরুলের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো তদন্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সে রিটের শুনানি নিয়ে আদালত আজ এ আদেশ দেন। 

 

/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ
মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ
এক ঝড়ে বঙ্গোপসাগরে একসঙ্গে ডুবলো ২০ ট্রলার
এক ঝড়ে বঙ্গোপসাগরে একসঙ্গে ডুবলো ২০ ট্রলার
২৫ মে বিশ্ব ফুটবল দিবস
২৫ মে বিশ্ব ফুটবল দিবস
৪৬৮ কোটি টাকার তেল ও ডাল কিনবে সরকার
৪৬৮ কোটি টাকার তেল ও ডাল কিনবে সরকার
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ