X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মেয়াদ বাড়াতে এলে রোহিঙ্গাদের পাসপোর্ট জব্দ

আমানুর রহমান রনি
২১ অক্টোবর ২০১৯, ১১:৪৮আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১২:৪০

রোহিঙ্গাদের জন্য তৈরি পাসপোর্ট (ফাইল ছবি) অবৈধভাবে পাসপোর্ট পাওয়া রোহিঙ্গাদের শনাক্তে আলাদাভাবে কোনও কাজ করছে না পাসপোর্ট অধিদফতর। তবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়া রোহিঙ্গারা তাদের পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করতে দূতাবাস বা মিশনে গেলে সেখানে পাসপোর্ট বাজেয়াপ্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর এ তথ্য জানিয়েছে।
গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশি পাসপোর্টধারী তিন রোহিঙ্গা তরুণকে চট্টগ্রামের আকবর শাহ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তারা দালালের মাধ্যমে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট পেয়েছে বলে পুলিশকে জানায়। নোয়াখালীতে কর্মরত পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (ডিএসবি) দুই সদস্য তাদের কাগজপত্র ভেরিফিকেশন করে অনাপত্তিপত্র দেয়। এ অবস্থায় পুলিশ ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন ওঠে। পরে তদন্ত কমিটি করা হয় পুলিশের পক্ষ থেকে। তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। রোহিঙ্গাদের হাতে এ রকম আরও পাসপোর্ট রয়েছে বলে গোয়েন্দাদের ধারণা। অনেকে সৌদি আরব ও মালয়েশিয়া গেছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে। তবে এসব পাসপোর্টধারীকে চিহ্নিত করতে অধিদফতর এই মুহূর্তে আলাদাভাবে কোনও কাজ করছে না।
বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের পরিচালক (পাসপোর্ট) সাইদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আলাদাভাবে রোহিঙ্গাদের পাসপোর্ট চিহ্নিত করার কোনও কাজ করছি না। তবে যারা নতুন পাসপোর্ট নিতে আসবে তাদের যাচাই-বাছাই করা হবে। এরপর সন্দেহজনক হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
গত বছরের এপ্রিলে তৎকালীন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, প্রায় আড়াই লাখ রোহিঙ্গা বিভিন্ন সময় অবৈধ প্রক্রিয়ায় বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করে বিদেশে পাড়ি জমিয়েছেন। তবে কত রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে তা জানাতে পারেনি পাসপোর্ট অধিদফতর। তাদের কাছে এ বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য নেই। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিফতরের কর্মকর্তা সাইদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে এ বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য নেই।’
যেসব বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে গেছেন তাদের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনে বলে রেখেছি, পাসপোর্টের মেয়াদ বৃদ্ধির জন্য যারা আসবে তাদের কাগজপত্র ভালো করে যাচাই করতে।’
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গত এক বছরে অবৈধ উপায়ে পাসপোর্ট সংগ্রহের অভিযোগে কমপক্ষে চারশ’ রোহিঙ্গা নারী ও পুরুষ গ্রেফতার হয়েছে। তারা দেশের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম, নোয়াখালী ও গাজীপুরসহ বিভিন্ন জেলায় মামলা হয়েছে। এসব মামলা গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ, কাউন্টার টেরোরিজম ও সিআইডি তদন্ত করছে।
চট্টগ্রামের আকবর শাহ থেকে পাসপোর্টসহ গ্রেফতার তিন রোহিঙ্গা তরুণের মামলার বিষয়ে চট্টগ্রামের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপকমিশনার (ডিসি) শহীদুল্লাহ বলেন, ‘আমরা মামলা তদন্ত করছি। কীভাবে তারা পাসপোর্ট নিয়েছিল, কারা জড়িত, আরও কারা এভাবে পাসপোর্ট নিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’

আরও পড়ুন: টাকা দিলেই মিলছে রোহিঙ্গাদের পাসপোর্ট

                রোহিঙ্গাদের হাতে এনআইডি ও পাসপোর্ট: দায় কার?

/এআরআর/ওআর/এমএমজে/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
‘হতাশা থেকে রোহিঙ্গারা আইনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে’
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা