X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন: পরিচয় মিলেছে মৃত নারীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৯, ০৫:২৮আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০৫:৩০



ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন: পরিচয় মিলেছে মৃত নারীর রাজধানীর ধানমন্ডিতে ১২তলা একটি ভবনে অগ্নিকাণ্ড ও ধোঁয়ায় মারা যাওয়া নারীর পরিচয় মিলেছে। ওই নারীর নাম জামিলা কুটি (৬৫)। তার স্বামীর নাম মৃত সাহেব আলী। জামিলার বাড়ি গাইবান্ধা জেলার সা'ঘাটা উপজেলার কচুয়া গ্রামে।

পুলিশের উপপরিদর্শক এসআই মো. রুবেল আজাদ জানান, ভবনটির ৮ম তলায় পিজি হাসপাতালের চিকিৎসক আশরাফুন নেসার বাসা। ওই বাসায় জামিলা কুটি গত এক মাস ধরে কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, আগুনের ঘটনা শুনে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ধোঁয়ায় শ্বাসকষ্টে চতুর্থ তলার সিঁড়িতে জামিলা কুটি জ্ঞান হারান। সেখান থেকে ফায়ারসার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা রুবেল আরও জানান, যে ফ্ল্যাটটিতে আগুন লেগেছে ওই ফ্ল্যাটের মালিকের নাম হেমায়েত উল্লাহ। ফ্ল্যাটটি বেশিরভাগ সময় তালাবদ্ধ থাকতো বলে জানান তিনি।

প্রসঙ্গত, শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে ধানমন্ডির ৬/এ রোডের ৫৫ নম্বর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ও ধোঁয়ায় ভবনটির তিন তলায় থাকা শাহেদা নামে ১২ বছরের একটি শিশু গৃহকর্মীও অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধানমন্ডির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এদের মধ্যে এক নারীর মৃত্যু হয়। অপর একজন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার বলেন, ঘটনাস্থলে এখনও ডাম্পিংয়ের কাজ চলছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

 

/এআইবি/এসজেএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা এত বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা এত বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ