X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুতে নতুন ভর্তির চেয়ে হাসপাতাল ছাড়ার সংখ্যা বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৯, ২১:৫৬আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২২:২৯

ডেঙ্গু রোগের বিপদ এখন কমে গেছে। (ফাইল ছবি)

গত ২৪ ঘণ্টায় ( ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৮৯ জন আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২১৬ জন। স্বাস্থ্য অধিদফতর বলছে, বর্তমানে নতুন করে আক্রান্তের চেয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যাই বেশি।

আজ মঙ্গলবার ( ৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে মোট ৮১৪ জন রোগী ভর্তি আছে।

কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, গত মাসের মাঝামাঝি থেকেই ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়েছে। দিনকে দিনই নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে, তার বিপরীতে বরং হাসপাতাল ছাড়া রোগীর সংখ্যা বাড়ছে।

কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হওয়া রোগীর ভেতরে ঢাকা মহানগরীতে থাকা সরকারি ও স্বায়ত্তশাসিত ১২টি ও বেসরকারি ২৯টি হাসপাতালের তথ্যানুযায়ী রাজধানী ঢাকাতে নতুন আক্রান্ত হয়েছেন ৭৫ জন, আর ঢাকার বাইরে ঢাকা বিভাগসহ মোট আট বিভাগে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। সারাদেশে বর্তমানে মোট ভর্তি আছেন ৮১৪ জন। এর মধ্যে ঢাকার বাইরে মোট ভর্তি আছেন ৪৭৭ জন।

অপরদিকে, ঢাকার ভেতরে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮২ জন, আর ঢাকার বাইরের হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৩২ জন।

সারাদেশে ডেঙ্গুর চিকিৎসা নিয়ে এ যাবত বাড়ি ফিরেছেন শতকরা ৯৮ দশমিক ৯ শতাংশ মানুষ, বলেন ডা. আয়শা আক্তার।

কন্ট্রোল রুম আরও জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৯৭ হাজার ৯ জন। এর মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ৯৪৪ জন।

এদিকে, চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫১ জনের মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে ( আইইডিসিআর) পাঠানো হয়। সেখান থেকে ১৭৯টি মৃত্যু পর্যালোচনা করে প্রতিষ্ঠানের ডেথ রিভিউ কমিটি ১১২টি মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

 

/জেএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
ফেসবুক স্টোরিতে লালনের গান, আটক ব্যক্তির জামিন
ফেসবুক স্টোরিতে লালনের গান, আটক ব্যক্তির জামিন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ