X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘পেঁয়াজের চাহিদা ও জোগানের সরকারি হিসাবে গরমিল আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৯, ১৮:৪২আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৯:২৭

শ্যামবাজারের আড়তদার মো. শামসুর রহমান পেঁয়াজের চাহিদা ও জোগানের সরকারি হিসাবে গরমিল আছে বলে মন্তব্য করেছেন রাজধানীর শ্যামবাজারের আড়তদার মো. শামসুর রহমান। তিনি বলেন,  ‘আমরা গত তিন মাস আগে থেকে একটি বার্তা দিয়েছি। আমাদের সরকারি হিসাবে ২৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আবাদ হয়েছে। আবার খাদ্য মন্ত্রণালয় বলছে ১৭ লাখ মেট্রিক টন। এখানে একটা গরমিল দেখা যাচ্ছে। আমাদের দেশে চাহিদা দেখানো হয়েছে ২৪ লাখ মেট্রিক টন। এছাড়া, ভারত থেকে বছরে আমরা ১১ লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে থাকি।’

শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘পেঁয়াজের এত ঝাঁজ?’ শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

সরকারি হিসাব অনুযায়ী পেঁয়াজের ঘাটতি থাকার কথা নয় উল্লেখ করে তিনি বলেন,  দেশে উৎপাদিত পেঁয়াজের ও আমদানি করা পেঁয়াজ মিলে আমাদের উদ্বৃত্ত থাকার কথা। কিন্তু উদ্বৃত্ত থাকেনি। কারণ এই যে জরিপ, তার মধ্যে ভুল আছে। সরকারকে এই জরিপ সঠিকভাবে নির্ণয় করতে হবে। আমি ব্যক্তিগতভাবে ধারণা করে বলতে পারি, বাংলাদেশে ৩০ লাখ মেট্রিক টন পেঁয়াজ প্রয়োজন।’

পেঁয়াজের দাম কমে আসা প্রসঙ্গে তিনি আরও বলেন,  ‘পেঁয়াজের বাজারে দাম কমার পেছনে বেশ কিছু কারণ আছে। বর্তমানে কিছু পেঁয়াজ আমদানি করা হচ্ছে। কিছু পেঁয়াজ বন্দরে দ্রুত খালাস হচ্ছে। খাতুনগঞ্জে পেঁয়াজের আমদানি বেড়েছে। গণমাধ্যমের মারফত আমরা জানতে পারছি এবং সারাদেশের ভোক্তারা জানতে পেরেছেন যে নতুন পেঁয়াজ এসেছে।  পুরাতন পেঁয়াজ কৃষকের কাছে যেগুলো রাখা আছে, তারা মনে করছে এখন যেহেতু নতুন পেঁয়াজ চলে এসেছে, পুরনো পেঁয়াজ মজুত রাখলে ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই দ্রুতগতিতে বাজারে পাঠিয়ে দিচ্ছেন।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নেন– কাওরানবাজার আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব বিজনেসের সহকারী অধ্যাপক মেহেদী রাজীব এবং বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন। ইউল্যাবের সৌজন্যে এ বৈঠকি অনুষ্ঠিত হয়েছে।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত