X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ঘুষ লেনদেনে মোবাইল ব্যাংকিং নয়: দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৯, ১৮:৪৪আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৮:৫৪




 দেশের উন্নয়ন নিশ্চিতে অবৈধ লেনদেন ও ঘুষ রুখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, অভিযোগ রয়েছে অপরাধীরা মোবাইল ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে ঘুষ লেনদেন করছে। বিষয়টি খুব উদ্বেগজনক। মোবাইল ব্যাংকিং ব্যবহার করে যেন ঘুষ লেনদেন ও জঙ্গি অর্থায়ন না হয় তা নিশ্চিত করতে হবে। আমরা সবার সহযোগিতায় সমন্বিতভাবে পদ্ধতিগত উন্নয়নের মাধ্যমে মোবাইল ব্যাংকিং চ্যানেলে ঘুষ লেনদেন ও মানি লন্ডারিং প্রতিরোধ করতে চাই।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসসমূহের নির্বাহীদের সঙ্গে আয়োজিত এক বৈঠক দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আপনারা মোবাইল ব্যাংকিং চ্যানেলে প্রতিটি লেনদেনের বিস্তারিত তথ্য সংরক্ষণ করবেন। সন্দেহজনক লেনদেন হলে নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্টিং এজেন্সিকে তা জানাবেন। প্রতিটি লেনদেনের ডিজিটাল রশিদ রাখতে হবে।’

অবৈধ লেনদেন বন্ধ করতে দুদক চেয়ারম্যান সহায়তা চেয়ে বলেন, দুদকে একজন কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট হিসেবে নিয়োগ করা হবে। তিনি অনুসন্ধান বা তদন্তের স্বার্থে দুদকের অনুমোদন সাপেক্ষে আপনাদের কাছে তথ্য চাইলে তাৎক্ষণিকভাবে তাকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।

এসময় কুরিয়ারে লেনদেন ও মালামাল পাঠানোর ক্ষেত্রে প্রেরক ও প্রাপকের সঠিক পরিচয় নিশ্চিত করতে কুরিয়ার সার্ভিস পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেন দুদক চেয়ারম্যান।

বৈঠকে বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, রকেটের এসইভিপি আবেদুর রহমান সিকদার, বিকাশের হেড অব রেগুলেরটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার হুমায়ুন কবীর, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মেজবাউল হক, ডাক অধিদফতরের মহাপরিচালক এসএস ভদ্র, এস এ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দীন, দুদকের মানি লন্ডারিং অনুবিভাগের মহাপরিচালক আ ন ম আল ফিরোজ, প্রশিক্ষণ ও আইসিটি অনুবিভাগের মহাপরিচালক একেএম সোহেল, গোয়েন্দা শাখার পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলি ও মানি লন্ডারিং অনুবিভাগের পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরি উপস্থিত ছিলেন।

 

/ডিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে