X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভূমিহীনদের ওপর হামলার বিচার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৭

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের মানববন্ধন দেশের বিভিন্ন জায়গায় ভূমিহীনদের ওপর হামলা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নামের একটি সংগঠন। শনিবার (৭ ডি‌সেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক মানববন্ধ‌নে এসব ঘটনায় জড়িতদের বিচার দাবি করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ভূমিদস্যুরা রাজনৈতিক ছত্রছায়ায় ভূমিহীনদের ওপর অত্যাচার চালাচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত হাজার হাজার ভূমিহীনদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে,অথচ একজন ভূমিদস্যুকেও আইনের আওতায় আনা হয়নি।

তারা বলেন, ঢাকার আশপাশে খাস জমিগুলো দখল করে আছে দস্যুরা। রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে নদ-নদী দখল করছে তারা। তাদের সহযোগিতা করছেন সরকারি আমলা ও ভূমি অফিসাররা। এ দেশের নাগরিক হয়েও ভূমিহীনরা মৌলিক অধিকার—বাসস্থান থেকে বঞ্চিত হচ্ছে।

এ সময় সারাদেশের ভূমিহীনদের ওপর হামলা, মামলা, নির্যাতন বন্ধের দাবি জানান সংগঠনটির নেতারা। একইসঙ্গে ভূমিদস্যুদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সংগঠনটির আরও কয়েকটি দাবি হ‌লো—ভূমিহীনদের বাসস্থান নিশ্চিত করা, মিথ্যা মামলা প্রত্যাহার করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং এনজিও’র নামে সুদের ব্যবসা বন্ধ করা।

মানববন্ধনে সংগঠ‌নটির সভাপতি সাইদুর রহমান লুৎফর, সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিনসহ বিভিন্ন জেলার ভূমিহীন ভুক্তভাগীরা উপস্থিত ছিলেন।

 

 

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস