X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

নিরাপত্তা চেয়ে সাংবাদিক অঞ্জন রায়ের জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৭

অঞ্জন রায় (ফাইল ছবি)

সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক অঞ্জন রায়। শনিবার (১৪ ডিসেম্বর) রমনা থানায় তিনি এই ডায়েরি করেন। এদিকে বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে অঞ্জন রায় লিখেছেন, ‘এবার আইনের পথেই ফয়সালা হোক। সহ্যের সীমা অতিক্রম করেছে রাজাকারের ছানাপোনাদের গালাগাল।’

রমনা থানায় নিজের নিরাপত্তা চেয়ে করা সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, ‘গত ১২ ডিসেম্বর আমার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে দৈনিক সংগ্রাম পত্রিকায় শহীদ হিসেবে উল্লেখ করার প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেই। এরপর থেকে জামায়াত ও ছাত্র শিবিরের কর্মীসহ কিছু মানুষ আমাকে সোশ্যাল মিডিয়ায় ও সরাসরি হুমকি দিয়ে চলেছে। এই পরিস্থিতিতে আমি নিম্নলিখিত ব্যক্তিদের হুমকির কারণ মনে করছি। তারা হচ্ছেন- দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, জামায়াত নেতা ড. শফিকুর রহমান ও মকবুল আহমদ এবং ছাত্র শিবিরের সভাপতি মোবারক হোসেন ও সম্পাদক সিরাজুল ইসলাম। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমার ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করছি।’   

এ ব্যাপারে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর অঞ্জন রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার প্রতিবাদটুকু জানিয়েছি। এরপর থেকে আমাকে ছাড়াও আমার বাবা, দাদা, নানা থেকে শুরু করে জাতিরজনক বঙ্গবন্ধু ও তার কন্যাকে নিয়েও গালাগাল করে যাচ্ছে। আমি আইনে বিশ্বাস করি। আমি আশা করি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সেই সক্ষমতা আছে, তারা সাইবার অপরাধীদের ধরতে পারবে। আমি জিডিতে যে পাঁচজনের নাম উল্লেখ করেছি, তারাই আসলে এই বিষয়গুলোকে নানাভাবে উস্কানোর কাজ করেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল থেকেই শুরু হয়েছে আমাকে আক্রমণ করে লেখা। আমার কাছে মনে হয়েছে এটা পরিকল্পিত। আমি শঙ্কিতই বোধ করছি।’

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাংবাদিক অঞ্জন রায় নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। সেটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

/জেইউ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে