X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস উদযাপন করছে উর্দুভাষীরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৯, ২২:১০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২৩:১৪

জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করছে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছে দেশের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীরাও। জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেছে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন। চট্টগ্রাম ও সৈয়দপুরেও বিজয় র‌্যালি এবং শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে উর্দুভাষীরা। সোমবার (১৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরের বিভিন্ন ক্যাম্পে বাংলাদেশের পতাকা দিয়ে ক্যাম্প সাজানো হয়েছে। লাল-সবুজ বাতি ও জাতীয় পতাকা দিয়ে উর্দুভাষীদের বিভিন্ন সংগঠনের কার্যালয় সাজানো হয়েছে।

উর্দুভাষীদের সংগঠন উর্দু স্পিকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মো. সাদাকাত খান ফাক্কু বলেন, ‘আমরা এ দেশে জন্ম নিয়েছি, তাই এ দেশের মাটিকে নিজের মা মনে করি। প্রতিবছর ছোট পরিসরে করলেও এ বছর বড় আয়োজনে দেশব্যাপী উর্দুভাষীদের উদ্যোগে বিজয় দিবস পালিত হচ্ছে। আমাদের ছাত্র সংগঠন “উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন” আজ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতীর বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেছে। ইউএসপিওয়াইআরএম চট্টগ্রাম জোনাল কমিটি বিজয় র‌্যালি করেছে। র‌্যালি শেষে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটির চট্টগ্রাম জেলা কমিটি। আগামী ২২ ডিসেম্বর আমরা মিরপুরে বিজয় র‌্যালি ও সমাবেশ করবো।’

বিজয় দিবস উদযাপন করছে উর্দুভাষীরাও রাজধানীর মোহাম্মদপুরের মহাজির রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট মুভমেন্টের সভাপতি ওয়াসি আলম বশির বলেন, ‘আমাদের সংগঠন নতুন হলেও ব্যক্তিগত উদ্যোগে প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি দেওয়া হয়। তবে এবার আমাদের সংগঠনের কার্যালয়ে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।’

রাজধানী ও চট্টগ্রামের ক্যাম্পগুলোর মতো সৈয়দপুরেও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে সৈয়দপুরে উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির উদ্যোগে বিজয় র‌্যালির আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি মাজিদ ইকবাল জানান, প্রতি বছরই এখানে বিজয় দিবস পালন করা হয়।

/সিএ/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি