X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

২৬ ডিসেম্বর থেকে বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে শৈত্যপ্রবাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৯, ২১:১১আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ২১:২৪

আবহাওয়া অধিদফতর ভবন আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় শৈত্যপ্রবাহেরও আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘আগামী পরশু এবং তার পরদিন পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এতে আরও কমতে পারে তাপমাত্রা। শৈত্যপ্রবাহ বয়ে যাবে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কমতে পারে বেশি।’

আবহাওয়া অধিদফতর বলছে, গত কয়েকদিনে বাংলাদেশের আকাশে সূর্যের দেখা মেলেনি। ফলে তাপমাত্রা বেশ কমে যায়। এখন সূর্য উঠলেও তেজ না থাকায় তাপমাত্রা খুব বেশি কমছে না। গতকাল সোমবারের (২৩ ডিসেম্বর) তুলনায় আজ মঙ্গলবার বেড়ে গেছে বাতাসের গতিবেগ। শীতের অনুভূতি আগের মতোই। আজ কনকনে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। গতকাল গতি ছিল ৫ থেকে ৬ কিলোমিটারের মধ্যে। তবে আগের টানা ছয় দিন গতিবেগ বেড়ে হয়েছিল ঘণ্টায় ৬ থেকে ১৫ কিলোমিটার।

এদিকে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার এ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস; যা গতকাল ছিল ১৪ দশমিক ২। এই হিসেবে আজ ঢাকায় তাপমাত্রা এক ডিগ্রি কমে গেছে।

চট্টগ্রামে তাপমাত্রা বেড়ে আজ হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, গতকাল ছিল ১৪ দশমিক ৪, সিলেটে আজ ১২ দশমিক ১, গতকাল ছিল ১৩ দশমিক ৮, রাজশাহীতে আজ ১০ দশমিক ৭, গতকাল ছিল ১২ দশমিক ৮, রংপুরে ১০ দশমিক ৫, গতকাল ছিল ১২ দশমিক ২, খুলনায় ১২ দশমিক ৭, গতকাল ছিল ১৩ দশমিক ৮ এবং আজ বরিশালে ১২, গতকাল ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়ায়।

এদিকে, আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।



 

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের