X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আপনাদের গদি ছাড়ার কারণ হবে ছাত্রলীগ: ভিপি নুর

ঢাবি প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২০, ১৬:০৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৬:৩০

ঢাবিতে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের কর্মসূচি ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গেস্টরুম, গণরুম ও নেতাকে প্রটোকল দেওয়ার সংস্কৃতির নামে দাসপ্রথা চালু করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘আওয়ামী প্রশাসন এবং সরকারকে বলবো, ছাত্রলীগের লাগাম টেনে ধরুন। অন্যথায় আপনাদের গদি ছাড়ার কারণ হবে এই ছাত্রলীগ।’ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের চার শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে আহত করার প্রতিবাদ জানিয়ে এ কর্মসূচির ডাক দেন ভিপি নুরের নেতৃত্বাধীন ১২টি ছাত্র সংগঠন নিয়ে গঠিত জোট ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’।

তিনি আরও বলেন, ছাত্রলীগ হলে হলে গেস্টরুম, গণরুম ও নেতাকে প্রটোকল দেওয়ার প্রোগ্রামের নাম করে যে দাসপ্রথা শুরু করেছে, তার বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতনভাবে প্রতিরোধ গড়ে তোলা দরকার। অন্যথায় এ বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাসমুক্ত, নিরাপদ ক্যাম্পাস করা কখনও সম্ভব নয়।

নুরুল হক নুর বলেন, ছাত্রলীগের নির্যাতনের ঘটনা কোনও নতুন বিষয় নয়। এই ছাত্রলীগের সন্ত্রাসীরা বুয়েটে হামলা করেছে, আমি ভিপি হওয়ার পরেও এই সন্ত্রাসীদের কাছ থেকে আমি নিরাপদ নই; ডাকসুতে আমার ও আমার সহকর্মীদের ওপর হামলা করেছে এই ছাত্রলীগ। এই ছাত্রলীগ সরকারের পেটুয়া বাহিনীতে পরিণত হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের মদতদাতার ভূমিকা পালন করছে।’

বিশ্ববিদ্যালয়ে কোনও ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ পায় না উল্লেখ করে নুর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অসংখ্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটিগুলোর দৃশ্যমান পদক্ষেপ আমরা কখনও দেখিনি। কোনও নির্যাতনের ঘটনা ঘটলে, তৎক্ষণাৎ তদন্ত কমিটি গঠন করা হয়, যেন আন্দোলনরত শিক্ষার্থীরা নিশ্চুপ হয়ে যায়। এরপর আর সেই কমিটির কোনও কাজ আমরা দেখি না।’

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘শিক্ষা, সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘শিক্ষা, ছাত্রলীগ একসঙ্গে চলে না’, ‘জহুর হলে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন।

মানববন্ধনে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের পক্ষ থেকে চার দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো−‘নির্লজ্জ, ব্যর্থ প্রক্টরের পদত্যাগ; হলে হলে গেস্টরুম, গণরুমের নামে যে নির্যাতন করা হয় তা বন্ধ করা এবং প্রথম বর্ষ থেকে বৈধ সিটের ব্যবস্থা করা; ডাকসু, জহুরুল হক হলসহ সমস্ত হামলার সুষ্ঠু তদন্ত করে বিচারের ব্যবস্থা করা; সবার জন্য নিরাপদ, ভয়হীন ক্যাম্পাস গঠন করা।’

মানববন্ধন শেষে ভিপি নুরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী