X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এখনও ঘুমাতে গেলে মাকে খোঁজে তুবা

তোফায়েল হোছাইন
২৭ জানুয়ারি ২০২০, ২৩:৩৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:০৫

 

রেণু হত্যা ‘মা কোথায় গেছে? মা আসে না কেন? মা কখন আসবে? মা না এলে আমি খাবো না’—এখনও মায়ের জন্য এভাবেই আহাজারি করে ছোট্ট তুবা। মায়ের বালিশ সঙ্গে নিয়ে রাতে ঘুমাতে যায় সে। গত বছরের ২০ জুলাই রাজধানীর উত্তর বাড্ডায় তুবার মা তাছলিমা বেগম রেণুকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। সেদিন সকালে রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানের ভর্তির ব্যাপারে খোঁজ নিতে গিয়েছিলেন রেণু। এ সময় স্থানীয় কিছু লোক তাকে দেখিয়ে ‘ছেলেধরা ছেলেধরা’ বলে চেঁচাতে থাকে। পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ওই রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪-৫শ’ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহতের ভাগিনা সৈয়দ নাসির উদ্দিন টিটু। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাঞ্চল্যকর এই হত্যা মামলার যেভাবে অগ্রগতি হওয়া দরকার ছিল সেভাবে হচ্ছে না। বর্তমান তদন্ত কর্মকর্তাও মামলার অগ্রগতির বিষয়ে কিছুই জানাতে পারছেন না। তিনি (আইও) বলছেন, পুলিশ যে আসামিদের গ্রেফতার করেছে তাদের নাম ঠিকানা ও কিছু তথ্য ভুল ছিল। সেগুলো সংশোধন করা হচ্ছে।’ টিটু আরও বলেন, ‘তদন্ত কর্মকর্তাদের আমি প্রায়ই বলে আসছি, রেণু হত্যার পেছনে স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যদের সংশ্লিষ্টতা রয়েছে। বিষয়টি বারবার তদন্ত কর্মকর্তাদের লিখিতভাবে জানালেও তারা আমলে নিচ্ছেন না।’

রেণুর ছেলে তা-সিন আল মাহির ও মেয়ে তাসমিন মাহিরা তুবার বিষয়ে নাসির উদ্দিন টিটু বলেন, ‘‘রেণুর ছেলে তা-সিন আল মাহির কিছুটা বুঝে। তারপরও তার মায়ের স্মৃতি মনে পড়লে নিশ্চুপ থাকে। খাওয়া-দাওয়া করতে চায় না। কিন্তু তুবা এখনও জানে না তার মা কোথায় আছে। সে প্রায়ই জিজ্ঞেস করে ‘মা কোথায় গেছে’, ‘মা আসে না কেন’, ‘মা কখন আসবে’।’’

রেণুর মেয়ে তুবা

মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা আবদুল হক (পরিদর্শক, গোয়েন্দা পুলিশ) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলাটির এজাহারে ৪০০- ৫০০ জনকে আসামি করা হয়েছে। কিছু আসামিকে ঘটনার সময় গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে কিছু আসামির ঠিকানা ভুল ছিল। এগুলো সংশোধন চলছে। মামলাটির তদন্তে অগ্রগতি রয়েছে। আমি মামলার দায়িত্ব নেওয়ার পর কিছু সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করছি। ঘটনার সঙ্গে আর কোনও আসামির যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে তাদেরও আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যদের সংশ্লিষ্টতার যে অভিযোগ আছে, তা আমরা পর্যালোচনা করছি। হঠাৎ করেই কাউকে তো গ্রেফতার করা যায় না।’

রেণুর দুই সন্তান

মামলায় এ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়। আসামিরা হলো, ইব্রাহিম হোসেন, শাহিন, বাচ্চু মিয়া, বাপ্পি, মুরাদ মিয়া, সোহেল রানা, বিল্লাল, আসাদুল ইসলাম, রাজু, আবুল কালাম আজাদ, ওয়াসিম, জাফর হোসেন, রিদয় হোসেন ও রিয়া বেগম। এদের মধ্যে ওয়াসিম ও জাফর হোসেন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রিয়া বেগম গত ১৯ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। বাকি আসামিরা কারাগারে রয়েছে।

/এমআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়