X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংকের নতুন উদ্যোগ, সুবিধা পাবেন বাংলাদেশি আমদানিকারকরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২০, ০০:১১আপডেট : ০১ মে ২০২০, ০০:৩৯

এক্সিম ব্যাংক

কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (এক্সিম) আর্থিক সহায়তা দেওয়ার জন্য নতুন উদ্যোগ নিয়েছে। এক্সিম ব্যাংকের নেওয়া নতুন পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের রফতানিকারক ব্যবসা-প্রতিষ্ঠান, চাকরিজীবী ও তাদের পরিবারের পাশাপাশি বাংলাদেশের আমদানিকারকরাও উপকৃত হবেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে আরও  বিস্তারিত তথ্যের জন্য যুক্তরাষ্ট্রের দূতাবাসে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্সিম ব্যাংকের  চারটি জরুরি পদক্ষেপ আগামী এক বছর, অর্থাৎ ১ মে ২০২০ থেকে ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত কার্যকর থাকবে।

ব্যাংকটির নেওয়া চারটি উদ্যোগের মধ্যে রয়েছে— ব্রিজ ফিন্যান্সিং কর্মসূচি, সরবরাহ পূর্ব-রফতানি ও পূর্ব আর্থিক কর্মসূচি, সাপ্লাই চেইন ফিন্যান্সিং গ্যারান্টি কর্মসূচি এবং চলতি মূলধন গ্যারান্টি কর্মসূচি।

এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান কিম্বারলি এ রিড এ বিষয়ে বলেন, ‘আমরা মহান আমেরিকান প্রতিষ্ঠানগুলোকে বিশেষ করে আমাদের দেশের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা দিতে বদ্ধপরিকর। যাতে তারা তাদের প্রয়োজনীয় সহায়তা ও নমনীয়তা পায় এবং তাদের তারল্যের চাহিদা পূরণ হয়। কোভিড-১৯ বৈশ্বিক মহামারির নজিরবিহীন চ্যালেঞ্জ মোকাবিলায় দেশ ও বিশ্বজুড়ে চলমান লড়াইয়ে তারা যেন সফল হতে পারে।’

তিনি বলেন, ‘এই অনিশ্চয়তা ও সংকটের সময়ে আমরা কীভাবে তাদের সহায়তা দিতে পারি, তা অনুধাবনে এক্সিমের নেতৃত্ব ও কর্মীরা যুক্তরাষ্ট্রের রফতানিকারক ও ঋণদাতাদের সঙ্গে ব্যাপক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রেখেছেন।’ আজকের পদক্ষেপ এসব আলোচনারই প্রত্যক্ষ ফল বলে কিম্বারলি জানান।

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা