X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির অভিযানে সাড়ে ২১ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২০, ২৩:২০আপডেট : ১৪ মে ২০২০, ২৩:২২

ডিএনসিসি ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৬টি মোবাইলকোর্ট পরিচালনা করেছে। অভিযানে মোট সাড়ে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) ডিএনসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে উত্তরায়; অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শফিউল আজম মিরপুর এলাকায়; অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান নয়াটোলা ও মধুবাগ এলাকায়; অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন উত্তরা ১১ নম্বর সেক্টর এলাকায়; অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলী উত্তরখান এলাকায়; ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়া ডিএনসিসি অঞ্চল-৯ ও ১০ এর বেরাইদ, ভাটারা, ছলমাইদ, নয়ানগর, নর্দ্দা ও কালাচাঁদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ডিএনসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন উত্তরা এলাকায় ১৫ টি নির্মাণাধীন ভবন, বাড়ি ও অফিস পরিদর্শন করেন। এসময় পাঁচটি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে সেসব বাড়ির মালিকদের সতর্ক করে লার্ভা ধ্বংস করা হয়েছে এবং মালিক ও কেয়ারটেকারবিহীন বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে।

অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শফিউল আজম মিরপুর এলাকায় অভিযান চালাতে গিয়ে ১৭টি ভবন ও বাড়ি পরিদর্শন করেন। তিনি দুটিতে অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। একইসঙ্গে তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন ও মশার কীটনাশক প্রয়োগ করেন।

অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান ৩৬ নম্বর ওয়ার্ডের নয়াটোলা ও মধুবাগ এলাকায় মোট ১২টি স্থাপনা পরিদর্শন করেন। এসময় একটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা ও অন্য দুটি প্রতিষ্ঠানকে নোটিশ প্রদান করেন। এছাড়া ৯টি প্রতিষ্ঠানকে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব ও জমা পানি ফেলে দেওয়ার বিষয়ে সচেতন করা হয়েছে।

অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন উত্তরা ১১ নম্বর সেক্টরের বস্তি এলাকা পরিদর্শন করেন। এসময়ে তিনি প্রায় ১০টি স্থান পরিদর্শন করে বেশ কিছু স্থানে মশার লার্ভা দেখতে পান। সেসব স্থান পরিষ্কার করা হয়েছে এবং বস্তিবাসীকে সচেতন করা হয়েছে। তবে তিনি কোনও জরিমানা করেননি।

অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলী ৪৪ নম্বর ওয়ার্ডের উত্তরখান এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময়ে ৮ টি স্থাপনা পরিদর্শন করে একটিতে জমা পানি দেখতে পান। মালিককে তিন দিনের সময় দেওয়া হয় পানি সরানোর জন্য। তবে কোনও জরিমানা করা হয়নি।

অঞ্চল-৯ ও ১০ এর ৩৯, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের বেরাইদ, ভাটারা, ছলমাইদ, নয়ানগর, নর্দ্দা ও কালাচাঁদপুর এলাকায় বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়া। এসময় বেশ কয়েকটি নির্মানাধীন ভবনে ময়লা আবর্জনা ও এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ থাকায় সেগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেন ও ভবিষ্যতের জন্য সতর্ক করেন।

 

/এসএস/টিটি/
সম্পর্কিত
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী