X
রবিবার, ২৫ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন হয়ে উঠছে পুরান ঢাকার বাংলাদেশ মাঠ

শাহেদ শফিক
২০ মে ২০২০, ২২:৪৮আপডেট : ২০ মে ২০২০, ২২:৫৭

পুরান ঢাকার বাংলাদেশ মাঠ পুরান ঢাকার বংশাল আগা সাদেক লেনের ঐতিহ্যবাহী ‘বাংলাদেশ মাঠ’ প্রাণ ফিরে পাচ্ছে। মাঠটিকে নতুন রূপ দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সব বয়সীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত করতে চলছে সংস্কার। চারদিক নিরাপত্তা গ্রিল দিয়ে ঘেরাও করা হয়েছে। পুরান ঢাকার মাঠটির একপাশে দর্শকের বসার গ্যালারি। অন্যপাশে পাম, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে মনোরম পরিবেশ। গাছের নিচে বসে বেঞ্চে বসে সময় কাটানো যাবে। শিশুদের খেলার জায়গা, এলইডি বাতি ছাড়াও চারদিকে আছে ওয়াকওয়ে।

পুরান ঢাকার বাংলাদেশ মাঠ ডিএসসিসি’র প্রকৌশলীদের দাবি, অতিবৃষ্টি হলেও মাঠে পানি জমবে না। পানি নিষ্কাশনের আরসিসি ড্রেনেজ সিস্টেম থাকায় বৃষ্টির পানি জমিয়ে শুষ্ক মৌসুমে ঘাসে ব্যবহার করা যাবে। এক কোণে ফিল্টারিং ব্যবস্থায় সেই পানি খাওয়া যাবে। মাঠে একসঙ্গে ১১ জন খেলোয়াড় খেলতে পারবেন।

মাঠের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত স্থপতি রফিক আজম বাংলা ট্রিবিউনকে জানান, ‘বাংলাদেশ মাঠ’ এলাকায় গড়ে তোলা হবে একটি ছয়তলা ভবন। ইতোমধ্যে এর নকশা চূড়ান্ত হয়েছে। ভবনে থাকবে ক্লাব, পাঠাগার, কফি হাউজ, অডিটরিয়াম, জিমনেসিয়াম, চিকিৎসালয় ও পাবলিক টয়লেট।

পুরান ঢাকার বাংলাদেশ মাঠ ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘জলসুবজে ঢাকা প্রকল্পের আওতায় আমাদের যত মাঠ ও পার্কের কাজ হয়েছে সবই বিশ্বমানের। বাংলাদেশ মাঠও ব্যতিক্রম নয়। এতে সব ধরনের নাগরিক সুবিধা রাখা ‍হয়েছে।’

পুরান ঢাকার বাংলাদেশ মাঠ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন সকাল-সন্ধ্যা আশপাশের নারী ও পুরুষসহ সব শ্রেণিপেশার মানুষকে হাঁটতে দেখা যায় মাঠে। সন্ধ্যার দিকে গ্যালারিতে বসে অনেকের আড্ডা জমে। মাঠের দু’পাশে প্রবেশপথ থাকায় যাতায়াতের সুবিধা রয়েছে।

পুরান ঢাকার বাংলাদেশ মাঠ স্বাধীনতার আগে ‘পাকিস্তান মাঠ’ হিসেবে এর পরিচিতি ছিল। এখন ডিএসসিসি’র ৩৩ নম্বর ওয়ার্ডের অধীনে আছে এই জায়গা। দীর্ঘদিন অযত্ন-অবহেলায় পড়ে থাকার পর মাঠটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ‘জলসবুজে ঢাকা’ প্রকল্পের আওতায় পার্কের উন্নয়নযজ্ঞ চলছে।

পুরান ঢাকার বাংলাদেশ মাঠ সরেজমিনে দেখা যায়, ইতোমধ্যে প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। সংস্কারে ব্যয় হচ্ছে ৮ কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকা। বংশালের মাজেদ সরদার কমিউনিটি সেন্টার সংলগ্ন এই মাঠে শ্রমিকরা এখন শেষ মুহূর্তের কাজ করছেন। নতুন হয়ে ওঠা মাঠটিকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর আগ্রহ বাড়ছে।
ছবি: প্রতিবেদক

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোস্তাফিজের তিন উইকেট, পাঞ্জাবকে হারিয়ে আইপিএল শেষ দিল্লির
মোস্তাফিজের তিন উইকেট, পাঞ্জাবকে হারিয়ে আইপিএল শেষ দিল্লির
হামজাদের স্বপ্ন ভেঙে আট বছর পর প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড
হামজাদের স্বপ্ন ভেঙে আট বছর পর প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড
কানে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’
কানে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’
বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশের মাটিতে জার্মান সেনা, বিবেচনায় বাধ্যতামূলক যোগদান নীতি
বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশের মাটিতে জার্মান সেনা, বিবেচনায় বাধ্যতামূলক যোগদান নীতি
সর্বাধিক পঠিত
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
মিষ্টি বিদেশি আঙুর চাষ হচ্ছে দেশে, রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা
মিষ্টি বিদেশি আঙুর চাষ হচ্ছে দেশে, রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা