X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় বাংলাদেশি হত্যা: আদালতে মানবপাচারকারী চক্রের ৩ আসামির দোষ স্বীকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২০, ২০:১৯আপডেট : ২১ জুন ২০২০, ২০:৫০

আদালত লিবিয়ায় বাংলাদেশি হত্যা ও মানবপাচারের ঘটনায় দায়ের করা মামলায় মানবপাচারকারী চক্রের তিন সদস্য আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আসামিরা হলো— জাহাঙ্গীর হোসেন, বাদশা ফকির ও কবির হোসেন।

রবিবার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তিন আসামির জবানবন্দি গ্রহণ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার (জিআর) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, রবিবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক এস এম গফফারুল আলম চার আসামিকে আদালতে হাজির করেন। এরমধ্যে আসামি জাহাঙ্গীর হোসেন, বাদশা ফকির ও কবির হোসেন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা গ্রহণ করার জন্য এবং অপর আসামি নাছির উদ্দিনকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তিন আসামির জবানবন্দি গ্রহণ করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। অপর আসামি নাছির উদ্দিনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৮ জুন জাহাঙ্গীর হোসেন ও বাদশা ফকিরের পাঁচ দিন করে এবং ১৪ জুন সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৭ জুন কবির হোসেন ও নাছির উদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ওই ঘটনায় ৩৮ জনকে আসামি করে গত ২ জুন রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর আরও বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের করা হয়।

/টিএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড