X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

প্রতারণার বিষয়ে সতর্ক থাকতে ভূমি মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৩

প্রতারণার বিষয়ে সতর্ক থাকতে ভূমি মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি

বিভিন্ন প্রতারকচক্র ভূমি মন্ত্রণালয় কিংবা এর আওতাধীন দফতর, সংস্থায় চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ভূমি মন্ত্রণালয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়। ভূমি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারীর সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন দফতর, সংস্থাগুলোর সব ধরনের নিয়োগ কার্যক্রম প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে সম্পাদন করা হয়। দুর্নীতির মাধ্যমে এই মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীন দফতর বা সংস্থা হতে কোনও পর্যায়ের কোনও কর্মকর্তা বা কর্মচারী নিয়োগের কোনও সুযোগ নেই। নিয়োগ বিজ্ঞপ্তি বহুল প্রচলিত দৈনিক পত্রিকায় এবং  মন্ত্রণালয়ের ও দফতর সংস্থাগুলোর নিজস্ব ওয়েবসাইটে যথানিয়মে প্রকাশ করা হয়।’

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি বিভিন্ন পত্রিকায় ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ‘ভুয়া নিয়োগপত্র’ দিয়ে প্রতারণার মাধ্যমে নিয়োগ প্রার্থীদের থেকে অর্থ আদায় করে আত্মসাৎ করা হচ্ছে মর্মে কয়েকটি সংবাদ মন্ত্রণালয়ের গোচরীভূত হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করেছে।’’

এতে আরও বলা হয়, ‘নিয়োগ প্রার্থীরা যাতে প্রতারিত না হন, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নিয়োগের যে কোনও তথ্য ভূমি মন্ত্রণালয় ও  মন্ত্রণালয়ের আওতাধীন দফতর বা সংস্থার ওয়েবসাইটে যাচাই করে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ উপায়ে আবেদন ও অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

সর্বসাধারণের অবগতির জন্য মন্ত্রণালয় ও দফতর বা সংস্থাগুলোর ওয়েব অ্যাড্রেস গণবিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। ওয়েব অ্যাড্রেস গুলো হলো — ভূমি মন্ত্রণালয় https://minland.gov.bd,  ভূমি আপিল বোর্ড lab.portal.gov.bd,

ভূমি সংস্কার বোর্ড-www.lrb.gov.bd, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর www.dlrs.gov.bd, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র  www.latc.gov.bd।

গণবিজ্ঞপ্তিতে সবাইকে পরামর্শ দিয়ে বলা হয়, ‘কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার কোনও অভিযোগ পাওয়া গেলে নিকটস্থ থানাকে অবহিত করার জন্য সর্বসাধারণকে এতদ্বারা অনুরোধ করা যাচ্ছে।’

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ
মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ
এক ঝড়ে বঙ্গোপসাগরে একসঙ্গে ডুবলো ২০ ট্রলার
এক ঝড়ে বঙ্গোপসাগরে একসঙ্গে ডুবলো ২০ ট্রলার
২৫ মে বিশ্ব ফুটবল দিবস
২৫ মে বিশ্ব ফুটবল দিবস
৪৬৮ কোটি টাকার তেল ও ডাল কিনবে সরকার
৪৬৮ কোটি টাকার তেল ও ডাল কিনবে সরকার
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ