X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ঢাবি শিক্ষককে অব্যাহতির সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩২

ঢাবি শিক্ষককে অব্যাহতির সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে পত্রিকায় নিবন্ধ প্রকাশ করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে (৯ সেপ্টেম্বর) চাকরি থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েবৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন পালন করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এসময় তারা ওই শিক্ষকের অব্যাহতির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছন।

মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড.এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীন মত প্রকাশ ও মুক্তবুদ্ধির চর্চা ও লালন কেন্দ্র হিসেবে সুপিরিচিত। কিন্তু আমরা হতাশা এবং উদ্বেগের সঙ্গে খেয়াল করছি- বিশ্ববিদ্যালয়ের এ সুমহান ঐতিহ্য শেষ হতে চলেছে। ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশের ৫৬ ধারার (৩) উপধারা এবং প্রথম স্ট্যাটিউটের ৪৫ ধারার (৩) উপধারা অনুযায়ী নৈতিক স্থলনজনিত অপরাধ,অদক্ষতা এবং চাকুরীবিধি পরিপন্থী কাজের সাথে সংশ্লিষ্ট প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা যায়। কিন্তু অধ্যাপক ড. মোর্শেদ হাসান উপর্যুক্ত কোনও অভিযোগে অভিযুক্ত নন।'

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমানসহ বিএনপিপন্থী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এদিকে, অব্যাহতিপ্রাপ্ত ড. মোর্শেদ হাসান খানকে দ্রুত গ্রেফতারের দাবিতে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে পাল্টা মানববন্ধন করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন৷

মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামরুজ্জামান রাজু, রোমান হোসেন, মাকসুদ হাওলাদার, হুমায়ন আহমেদ, বাসির ভূইয়া, চকবাজার থানার সভাপতি আশরাফ হোসেন স্বাধীনসহ প্রমুখ।

 

/এসআইআর/এএইচ/
সম্পর্কিত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
সর্বশেষ খবর
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের