X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

তাজরিন অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৪

তাজরিন অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি

আশুলিয়ায় তাজরিন ফ্যাশন লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী শ্রমিকরা। সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থানের তৃতীয় দিন চলছে। এর আগে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তারা এই কর্মসূচি পালন শুরু করেন। এতে ভুক্তভোগী শ্রমিকদের বেশ কয়েকটি পরিবার অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শ্রমিক হালিমা খাতুন বলেন, ‘অগ্নিকাণ্ডে আহত হওয়ার পর বড় অপারেশনের ফলে এখন আর সেভাবে কোনও কাজ করতে পারি না। আমাদের সমস্যার কথা বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিক সংগঠন ও সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানিয়েছি। কিন্তু কোনও ফল পাইনি। শুনেছিলাম কিছু সাহায্য এসেছিল, সেগুলোও নেতারা লুটপাট করেছে। এখন আমরা কোনও কাজ করতে পারি না। নিজের বাচ্চা শিশুর খাবার যোগাড় করতেও মাঝে মাঝে হিমশিম খেতে হয়।’

আরেক শ্রমিক আনিস আহমেদ বলেন, ‘সেসময় চিকিৎসার পর আমাদের পুনর্বাসনের কথা বলা হলেও এখনও তা হয়নি। কোম্পানির বিভিন্ন বায়ারও সেসময় আমাদের সাহায্যের কথা বলেছিলেন। কিন্তু আমরা সেটিও পাইনি। সব মিলিয়ে আমরা এখন দুর্বিসহ জীবনযাপন করছি।’

আহত শ্রমিক নাছিমা আক্তার বলেন, ‘আমাদের এখন বাড়িঘর নেই, বলা যায় পুরো ভূমিহীন। মেরুদণ্ডের সমস্যার কারণে অন্য কোথাও কাজও করতে পারি না। আগে বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করতাম, এখন সেটিও বন্ধ। করোনার এই সময়ে আমাদের সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে।’

কর্মসূচিতে অংশ নিয়ে শ্রমিকরা বলেন, তাজরিন ফ্যাশন লিমিটেডের ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শ্রমিকরা এখন বিনা উপার্জনে মানবেতর জীবনযাপন করছেন। তাদের বাড়িতে থাকার কোনও পরিবেশ নেই। অনেক পরিবারের অন্যকোনও উপার্জক্ষম ব্যক্তি নেই। অগ্নিকাণ্ডের পর থেকে অসুস্থতায় অন্য কোনও কাজও করা সম্ভব হয় না। তাই, অতি দ্রুত আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সু-চিকিৎসার দাবি জানান তারা।

 

 

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
সুন্দরবনে লাগা আগুন কত বড়?
সুন্দরবনে লাগা আগুন কত বড়?
সুন্দরবনে লাগা আগুন কত বড়?
সুন্দরবনে লাগা আগুন কত বড়?
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ হলো এআই মুখপাত্র
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ হলো এআই মুখপাত্র
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ